আফগানিস্তানকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে বাংলাদেশ

১৭ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে বাংলাদেশ

আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে সরিয়ে এক ধাপ এগিয়ে তালিকার নবম স্থানে আছে লিটন দাসের দল।

বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২২।

আরব আমিরাত ও পাকিস্তানের কাছে সিরিজ হারের পর গত মে মাসে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের নবম স্থান থেকে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর থেকে এই ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে দল। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছে লিটন-মুস্তাফিজরা।

চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে তারা। মঙ্গলবার রাতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারায় লিটনের দল। এরপর দিনই দলটিকে সরিয়ে এক ধাপ ওপরে উঠল তারা। এক ধাপ নেমে ১০ নম্বরে আছে আফগানরা।

এই দুটি অবস্থান ছাড়া টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন হয়নি। ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। পরের দুই অবস্থানে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

টি-টুয়েন্টির মতো টেস্টেও র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে আছে বাংলাদেশ। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে তালিকার ১০ নম্বরে আছে টাইগাররা।

মন্তব্য করুন: