সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে লিটন

২১ সেপ্টেম্বর ২০২৫

সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সুপার ফোর পর্ব শুরুর ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন লিটন দাস। সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন এই উইকেটকিপার-ব্যাটার।

শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর ম্যাচে লক্ষ্য তাড়ায় ২৩ রান করেন লিটন। দুশমন্ত চামিরার করা ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মিড-অফের উপর দিয়ে চার মেরে সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠেন তিনি। দেশসেরা অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে বাংলাদেশ অধিনায়ক ১৫ ইনিংস কম খেলেছেন।

১১২ ইনিংসে ২৩ দশমিক ৮৮ গড় ও ১২৬ দশমিক ৫৯ স্ট্রাইক রেটে লিটনের বর্তমান রান ২ হাজার ৫৫৬। সর্বোচ্চ ইনিংস ৮৩ রানের। দেশের হয়ে সর্বোচ্চ ১৫টি ফিফটির মালিকও তিনি।

এতদিন ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। গড় ২৩ দশমিক ১৯ ও স্ট্রাইক রেট ১২১ দশমিক ১৮। গত বছর জাতীয় দল থেকে এই ফরম্যাটকে বিদায় জানানো বাঁহাতি এই ব্যাটারের ফিফটি ছিল ১৩টি, সর্বোচ্চ ৮৪ রান।

এদিন অষ্টম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তাওহিদ হৃদয়। নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমে দলকে দুর্দান্ত জয় এনে দিতে ব্যাট বড় ভূমিকা রাখেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ ফিফটিতে ৩৭ বলে ৫৮ রান করেন তিনি।

হাজার রানের মাইলফলক স্পর্শ করতে হৃদয় খেলেন ৪৫ ইনিংস। ২৭ দশমিক ২৬ গড় ও ১২৪ দশমিক ০৭ স্ট্রাইক রেটে তার রান এখন ১ হাজার ৩৬। ১ হাজারের বেশি রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার গড়ই সবচেয়ে বেশি।

মন্তব্য করুন: