অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন ডি কক
২২ সেপ্টেম্বর ২০২৫

দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় আচমকাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কুইন্টন ডি কক। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার। একই সঙ্গে তাকে ফেরানো হয়েছে টি-টুয়েন্টি দলেও।
সোমবার আসন্ন পাকিস্তান সফরের জন্য আলাদা আলাদা ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টুয়েন্টি ম্যাচের দলে আছেন ডি কক।
ওয়ানডেতে তার প্রত্যাবর্তনের সিরিজে প্রোটিয়া দলে নেই নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, কাগিসো রাবাদা ও কেশব মহারাজের মতো তারকারা। এদের মধ্যে চোটের কারণে দলে নেই বাভুমা। বাকিদের বিশ্রাম দেওয়া হয়েছে। তারা টি-টুয়েন্টি সিরিজেও খেলবেন না। ফলে প্রথমবারের মতো ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ম্যাথিউ ব্রিটস্কি। টি-টুয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। ভারতে অনুষ্ঠিত সেই আসরে তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। ১০ ইনিংসে ৪ সেঞ্চুরিতে করেছিলেন ৫৯৪ রান। স্ট্রাইকরেট ছিল ১০৭।
অন্যদিকে সাদা বলে জাতীয় দলের জার্সিতে তিনি সবশেষ মাঠে নামেন ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। যদিও ৩২ বছর বয়সী এই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে টি-টুয়েন্টি থেকে অবসর নেননি, তবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে তিনি ছিলেন না। এ সময় বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষ করেই ফিরলেন জাতীয় দলে।
ডি ককের সাদা বলের দলে ফেরা নিয়ে প্রোটিয়া কোচ শুকরি কনরাড বলেন, “সাদা বলের ক্রিকেটে কুইন্টনের ফেরাটা আমাদের শক্তি অনেকটাই বাড়াবে। গত মাসে ওর সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম। তখনই স্পষ্ট হয়েছিল যে দেশের হয়ে খেলার প্রবল ইচ্ছা ওর এখনও আছে। সে দলে কি মান নিয়ে আসে সেটা সবাই জানে। ও ফিরে আসায় কেবল দলের উপকারই হবে।”
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। বিষয়টি মাথায় রেখে অবসরের সময় ডি কক ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতে হয়তো ফিরতে পারেন। এবার যেন সেটিই হলো।
অবসরের আগে ১৫৫ ওয়ানডেতে ৪৫ দশমিক ৭৪ গড় ও ৯৬ দশমিক ৬৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৭৭০ রান করেছিলেন ডি কক। সেঞ্চুরি ছিল ২২টি। অন্যদিকে টি-টুয়েন্টিতে ৯২ ম্যাচে ১৩৮ দশমিক ৩২ স্ট্রাইক রেটে রান করেছেন ২ হাজার ৫৮৪, সেঞ্চুরি একটি।
আগামী ২৮ অক্টোবর লাহোরে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। এরপর ৪ নভেম্বর ফয়সালাবাদে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দল:
ডেভিড মিলার (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দল:
ম্যাথিউ ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিওর্ন ফোরটুইন, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে।
মন্তব্য করুন: