২ মাস আগে অ্যাশেজের দল ঘোষণা ইংল্যান্ডের

২৩ সেপ্টেম্বর ২০২৫

২ মাস আগে অ্যাশেজের দল ঘোষণা ইংল্যান্ডের

অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি এখনও দুই মাসের একটু কম সময়। তবে এর মাঝেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। দলের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক।

মঙ্গলবার বেন স্টোকসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বড় চমক হয়ে হিসেবে দলে জায়গা পেয়েছেন স্পিনার উইল জ্যাকস।

২০২২ সালে কেবল দুটি টেস্ট খেলা জ্যাকস রেহান আহমেদ, লিয়াম ডওসন ও জ্যাক লিচকে টপকে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন। মূল স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির।

এতদিন ইংল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন অলি পোপ। স্টোকসের অনুপস্থিতিতে বিভিন্ন সময় দলকে নেতৃত্বও দিয়েছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। সবশেষ গত আগস্টের শুরুতে ভারতের বিপক্ষে ওভালে শেষ হওয়া ৬ রানে হারের ম্যাচে দলের দায়িত্বে ছিলেন তিনি।

চলতি গ্রীষ্মের শুরুতে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়া ব্রুকের কাঁধে এবার যুক্ত হলো নতুন দায়িত্ব। স্টোকসের ফিটনেস বিবেচনায় অস্ট্রেলিয়াতে দলকে নেতৃত্ব দিতে হতে পারে বর্তমান র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর এই টেস্ট ব্যাটারকে।

ভারতের বিপক্ষে ওভাল টেস্টে পাওয়া কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে জায়গা হয়নি ক্রিস ওকসের। তবে চোট কাটিয়ে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড। পেস আক্রমণে তার সঙ্গে আছেন জোফরা আর্চার, গাস অ্যাটকিনস, ব্রাইডন কার্ড, জশ টাং ও ম্যাথিউ পটস।

কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে ওভাল টেস্ট থেকে ছিটকে যাওয়া স্টোকস অ্যাশেজের প্রথম টেস্টে মাঠে নামার লড়াইয়ে অনুশীলন শুরু করেছেন।

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে এবারের অ্যাশেজ। ব্রিসবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। পরের তিন টেস্ট অ্যাডিলেইডে (১৭-২১ ডিসেম্বর), মেলবোর্নে (২৫-১৯ ডিসেম্বর) ও সিডনিতে (৩-৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেইমি স্মিথ, জশ টাং, মার্ক উড।

মন্তব্য করুন: