ইনিংস ব্যবধানেই জিতল বাংলাদেশ
১৪ নভেম্বর ২০২৫
ইনিংস ব্যবধানে জয়ের মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিন মিডল-অর্ডার ও টেইলএন্ডারদের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারেনি তারা। ইনিংস ও ৪৭ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
শুক্রবার সিলেটে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ ইনিংস ব্যবধানে জয়। সবগুলোই এসেছে ঘরের মাঠে। সবশেষ ইনিংস ব্যবধানে জয়টি আসে গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। চট্টগ্রামের সেই ম্যাচে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল শান্তর দল।
৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা আইরিশরা পিছিয়ে ছিল ২১৫ রানে। দিনের পঞ্চম ওভারে ম্যাথিউ হাম্ফ্রিসকে (১৬) তুলে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তাইজুল ইসলাম। কিন্তু এরপরই সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে বালবার্নিকে (৩৮) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৬৬ রানের জুটি ভাঙেন হাসান মুরাদ।
বিরতির পর দ্বিতীয় বলে ৫২ রান করা ম্যাকব্রাইনকে তুলে নেন নাহিদ রানা। এরপর জর্ডান নিল ও ব্যারি ম্যাকার্থি আক্রমণাত্মক ব্যাটিংয়ে নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে ইনিংস হারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও তা আর হয়নি।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন মুরাদ। তাইজুলের শিকার ৩টি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক স্পিনারদের নৈপুণ্যে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক শান্তর সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিড পায় ৩০১ রানের।
এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে শুরুর চার ব্যাটার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে। জয় ও শান্তর সেঞ্চুরি ছাড়াও ওপেনার সাদমান ইসলাম ৮০ এবং ওয়ান ডাউনে নামা মুমিনুল হক ৮২ রান করেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ১৭১ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জয়।
আগামী বুধবার মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। সেই ম্যাচটি খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]















মন্তব্য করুন: