ঘাড়ের চোটে হাসপাতালে গিল
১৬ নভেম্বর ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় ঘাড়ে টান লাগায় মাঠ ছেড়েছিলেন শুভমান গিল। এরপর থেকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। ফলে চলতি টেস্টে আর মাঠে নামতে পারবেন না ভারতীয় অধিনায়ক।
রোববার সকালে এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই তথ্য জানায়। এর আগে শনিবার ব্যাটিংয়ে নামার পর তৃতীয় বল খেলার পর ঘাড়ের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন গিল।
বিবৃতিতে বলা হয়, “দিনের খেলা শেষে পরীক্ষার জন্য গিলকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে সে হাসপাতালে পর্যবেক্ষণে আছে। চলতি টেস্টে সে আর অংশ নেবে না। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে দেখাশোনা করবে।”
চার নম্বরে ব্যাটিংয়ের নেমে সাইমন হারমারের বলে সুইপে চার মারার পরই অস্বস্তি অনুভব করে ঘাড়ের পেছনে হাত রাখেন গিল। তখনই ফিজিওকে ডাকেন তিনি। পরে দ্রুত মাঠ ছেড়ে যান। এরপর আর ব্যাট করতে নামেননি তিনি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।
শনিবার রাতেই গিলের মাঠে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে ওঠে। এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তার গলায় নেক ব্রেস ছিল এবং দলের চিকিৎসক সঙ্গে ছিলেন।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘাড়ে ব্যথার কারণে একটি টেস্ট খেলতে পারেননি গিল।
ভারতের বোলিং কোচ মরনে মরকেল অবশ্য এটিকে গুরুতর হিসেবে দেখছেন না। শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, “গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে খুব ভালোভাবে দেখাশোনা করে। তাই এটা দুঃখজনক। আজ সকালে ঘুম থেকে উঠে তার ঘাড় শক্ত হয়ে যায় এবং এটা নিয়েই মাঠে আসে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”
গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক রিশাভ পান্ত।















মন্তব্য করুন: