স্টার্কের পেস তোপে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড

২১ নভেম্বর ২০২৫

স্টার্কের পেস তোপে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড

শুরুটা করেছিলেন প্রথম ওভারেই। এরপর মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের সামনে টিকতে পারল না ইংল্যান্ডের আর কেউই। আর এতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গেছে ইংলিশরা।

শুক্রবার পার্থে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩২ ওভার ৫ বল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর তাদের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাঁহাতি এই পেসার ৫৮ রানে নিয়েছেন ৭ উইকেট।

ম্যাচের প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে থাকা জ্যাক ক্রলিকে ফিরিয়ে উইকেট শিকারের শুরুটা করেন স্টার্ক। এই নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২৪তম বার প্রথম ওভারে উইকেট নিলেন তিনি।

সপ্তম ওভারে আরেক ওপেনার বেন ডাকেটকে (২১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। এক ওভার পর ইংল্যান্ডের সফলতম ব্যাটার জো রুটকে (০) তুলে নিয়ে অ্যাশেজে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। স্টার্কের আগে অ্যাশেজে একশ নেন আরও ২০ জন, যার ১৪ জনই অস্ট্রেলিয়ার।

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে দারুণ খেলতে থাকা অলি পোপকে (৪৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে বিরতির পর খেলা শুরু করা ইংলিশদের ইনিংসে আবার আঘাত হানেন স্টার্ক। দ্বিতীয় ওভারেই দারুণ এক ইনসুইংয়ে বেন স্টোকসকে (৬) বোল্ড করেন তিনি।

ষষ্ঠ উইকেটে পাল্টা আক্রমণে জেইমি স্মিথকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। কিন্তু ৫২ রান করা এই ব্যাটারকে তুলে নিয়ে ৪৫ রানের জুটি ভেঙে নিজের প্রথম উইকেট নেন অভিষিক্ত ব্রেন্ডন ডগেট। এরপর মোটে আর ১৮ বল স্থায়ী ছিল সফরকারীদের ইনিংস। ১২ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: