শততম টেস্টের পরও মুশফিককে দলে চান অধিনায়ক শান্ত
১৪ নভেম্বর ২০২৫
সব কিছু ঠিক থাকলে দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে একশতম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, টেস্টে খেলা চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ব্যাটার।
২০০৫ সালে ১৮ বছর বয়সে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে খেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ ৯৯ টেস্ট। সাদা পোশাকের ক্রিকেটে ৩৮ গড়ে সর্বোচ্চ ৬ হাজার ৩৫১ রানও ডানহাতি এই ব্যাটারের। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে হাঁকিয়েছেন তিনটি দ্বিশতকও।
আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামলে তা হবে মুশফিকের শততম টেস্ট। ৩৮ বছর বয়সী এই তারকার এমন কীর্তিতে রোমাঞ্চিত শান্ত।
শুক্রবার সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, “অবশ্যই এটা অনেক বড় একটা কীর্তি। খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের (সিরিজ শুরু আগে) প্রেস কনফারেন্সে বলেছিলাম যে, আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা আমরা চাই ওই দিনটা বা ওই পাঁচটা দিনই উপভোগ করব।”
দলের তরফ থেকে মুশফিককে মাইলফলক ছোঁয়ার ম্যাচে দল থেকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা আছে জানিয়ে শান্ত বলেন, “সম্মানের জায়গাটা তো আছেই।… এরকম একটা কীর্তি আমাদের বাংলাদেশে আগে কখনও হয় নাই। তাই আমরা সবসময় আশা করি যে, এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ের সম্মানটুকু দেওয়া উচিত। অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।”
“পাশাপাশি আমি আশা করব যে, মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও উনি যেন দলের হয়ে আরও চালিয়ে যায়। কারণ ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। তাই আমি আশা করব উনি যেন কন্টিনিউ করে।”















মন্তব্য করুন: