স্টার্কের পর ইংল্যান্ডের পেস তোপ, পার্থে প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট
২১ নভেম্বর ২০২৫
মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ে দুইশর বেশ আগেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর ইংলিশ পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়েছে অস্ট্রেলিয়াও। বেন স্টোকসের শেষ বেলার নৈপুণ্যে অ্যাশেজ সিরিজের প্রথম দিনেই পতন হয়েছে ১৯ উইকেটের!
শুক্রবার পার্থে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে এখনও ৪৯ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১২৩ রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১৭২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৮ রানে ৭ উইকেট নেন স্টার্ক। ইংল্যান্ডের হয়ে ৬ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন স্টোকস।
ফিল্ডিংয়ের সময় কিছু সময় মাঠের বাইরে থাকায় অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামতে পারেননি উসমান খাজা। ফলে অভিষিক্ত জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ইনিংস শুরু করতে আসেন মার্নাস লাবুশেন। কিন্তু জোফরা আর্চারের গতির ঝড়ে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে ওয়েদারল্ডকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
অপর প্রান্তে গাস অ্যাটকিনসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হিমশিম খান লাবুশেন ও স্টিভেন স্মিথ। লাবুশেনকে (৯) বোল্ড করে ২৮ রানের এই জুটি ভাঙেন আর্চার। পরের ওভারেই অধিনায়ক স্মিথকে (১৭) তুলে নেন ব্রাইডন কার্স। এক ওভার পর চার নম্বরে নামা খাজাকেও (২) ফেরান ডানহাতি এই পেসার।
৩১ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলতে জুটি বাধেন ট্র্যাভিস হেড ও ক্যামেরন গ্রিন। তবে স্টোকস বোলিং আসতেই ভেঙে যায় তাদের ৪৫ রানের সেই প্রতিরোধ। পরপর দুই ওভারে হেড (২১) ও গ্রিনকে (২৪) তুলে নেন ইংলিশ অধিনায়ক। মিচেল স্টার্ক (১২), অ্যালেক্স ক্যারি (২৬) ও স্কট বোল্যান্ডকে (০) তুলে নিয়ে ইনিংসে ষষ্ঠবারের মতো ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার।
শেষ জুটি হিসেবে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে নামবেন ন্যাথান লায়ন ও ব্রেন্ডন ডগেট।
এর আগে ম্যাচের প্রথম ওভারের শেষ বলে জ্যাক ক্রলিকে শূন্য রানে ফিরিয়ে উইকেট শিকারের শুরুটা করেন স্টার্ক। এই নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২৪তম বার প্রথম ওভারে উইকেট নিলেন তিনি।
সপ্তম ওভারে আরেক ওপেনার বেন ডাকেটকে (২১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। এক ওভার পর ইংল্যান্ডের সফলতম ব্যাটার জো রুটকে (০) তুলে নিয়ে অ্যাশেজে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি।
মধ্যাহ্ন ভোজের বিরতির আগে দারুণ খেলতে থাকা অলি পোপকে (৪৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে বিরতির পর খেলা শুরু হলে আবার আঘাত হানেন স্টার্ক। দারুণ এক ইনসুইংয়ে স্টোকসকে (৬) বোল্ড করেন তিনি।
ষষ্ঠ উইকেটে পাল্টা আক্রমণে জেইমি স্মিথকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। কিন্তু ৫২ রান করা এই ব্যাটারকে তুলে নিয়ে ৪৫ রানের জুটি ভেঙে নিজের প্রথম উইকেট নেন অভিষিক্ত ব্রেন্ডন ডগেট। এরপর মোটে আর ১৮ বল স্থায়ী ছিল সফরকারীদের ইনিংস। ১২ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: