ভিনিসুসের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও ভালো এমবাপ্পের
১৩ অক্টোবর ২০২৫

রিয়াল মাদ্রিদে ভিনিসুস জুনিয়রের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে সংবাদ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদন হয়েছে। তবে বিষয়টিকে গুঞ্জন হিসেবে উড়িয়ে ফরাসি তারকা জানিয়েছেন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তার সম্পর্ক দারুণ এবং চলতি মৌসুমে তা আরও ভালো হয়েছে।
গত মৌসুমে এমবাপ্পের রিয়ালে আসার আগে দলের সবচেয়ে বড় তারকা ছিলেন ভিনিসুস। তবে এমবাপ্পে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে আছেন তিনিই। পার্থক্য রয়েছে দু’জনের পারফরম্যান্সেও।
রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে গোলের রেকর্ড গড়া এমবাপ্পে চলতি মৌসুমেও আছেন দুর্দান্ত ছন্দে। অন্যদিকে পারফরম্যান্সে ধারাবাহিকতা হারিয়েছেন ভিনিসুস। এমবাপ্পে আসায় তার পজিশন ও খেলার ধরনও বদলতে হয়েছে। নতুন মৌসুমে শাবি আলোন্সোর অধীনে কয়েক ম্যাচে শুরুর একাদশেও জায়গা পাননি তিনি। অন্যদিকে সব ম্যাচেই শুরুর একাদশের হয়ে মাঠে নামেন এমবাপ্পে।
সব মিলিয়ে এই দুই ফুটবলারের মধ্যে ঝামেলা নিয়ে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও এমবাপ্পের চেয়ে ভিনিসুস বেশি বেতন চাওয়ার কারণে রিয়ালে তার নতুন চুক্তি আটকে আছে বলেও বিভিন্ন সময় খবর বেরিয়েছে।
তবে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানান, নিজেদের প্রচার বাড়াতে সংবাদমাধ্যম এসব খবর বানিয়ে ছড়িয়ে দিয়েছে।
“দুজন বিখ্যাত ফুটবলার একই দলে, এটা অনেক পত্রিকার বিক্রি বাড়ায়, তারা অনেক কিছুই বাড়িয়ে বলে। ভিনিসুসের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এই মৌসুমে তো সম্পর্ক আরও বেশি ভালো। আমরা পরস্পরকে এখন আরও ভালোভাবে চিনি। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে খুবই ভালো।”
“আমরা জানি সবকিছু নিয়েই লোকে আমাদের ব্যাপারে কথা বলে। তবে আমাদের লক্ষ্য একটাই, তা হলো রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানো। আমার মতে, আমরা যদি শিরোপা জিততে চাই তাহলে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে এবং পুরো দলকে সাহায্য করতে হবে।”
নতুন মৌসুমে প্রতিপক্ষের রক্ষণ গুঁড়িয়ে দিতে একসঙ্গে কাজ করছেন এমবাপ্পে ও ভিনিসুস। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৪ গোল করেছেন এমবাপ্পে। অন্যদিকে লিগে এখন পর্যন্ত ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন ভিনিসুস।
মন্তব্য করুন: