চোট কাটিয়ে পিএসজি দলে দেম্বেলে
২০ অক্টোবর ২০২৫

চোট কাটিয়ে পিএসজি দলে ফিরেছেন উসমান দেম্বেলে। ২০২৫ ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে নিয়ে বায়ার লেভাকুজেনের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়নস লিগ ম্যাচের দল দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার লেভারকুজেনের মাঠে ইউরোপ ক্লাব সেরার আসরের এবারের মৌসুমের তৃতীয় ম্যাচ খেলবে পিএসজি। দেম্বেলে ছাড়াও চোট কাটিয়ে এই ম্যাচের ২১ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক মার্কিনিয়োস। ঊরুর চোটের কারণে প্রায় ৪ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
গত সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন দেম্বেলে। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন এই ফরোয়ার্ড।
গত মৌসুমে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন দেম্বেলে। এছাড়া ফরাসি ক্লাবটিকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এবারের ব্যালন ডি’অর জিতেছেন ২৮ বছর বয়সী এই তারকা। চলতি মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানে তিন ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে তার এখনও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামা হয়নি।
চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই রাউন্ড শেষে দুই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে পিএসজি।
মন্তব্য করুন: