মাঠ থেকে তুলে নেওয়ায় কোচের প্রতি ক্ষোভ দেখালেন ভিনিসুস

২৭ অক্টোবর ২০২৫

মাঠ থেকে তুলে নেওয়ায় কোচের প্রতি ক্ষোভ দেখালেন ভিনিসুস

বার্সেলোনার বিপক্ষে মাঠের পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত। দলের একটি গোলে বানিয়ে দিতেও রেখেছিলেন ভূমিকা। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ভিনিসুস জুনিয়রকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। মাঠ ছাড়ার সময়ই কোচের এই সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল এই ব্রাজিলিয়ান তারকাকে।

লা লিগায় শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ভিনিসুসকে ৭১তম মিনিটে বদলি করিয়ে রদ্রিগোকে মাঠে নামান আলোনসো। এ সময় বেশ ক্ষুব্ধ হয়েই মাঠ ছাড়তে দেখা যায় ভিনিসুসকে। ডাগআউটে গিয়ে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি।

ম্যাচ জুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ভিনিসুস। বার্সেলোনার রাইটব্যাক জুল কুন্দেকে দারুণভাবে বিপর্যস্ত করে তোলার পাশাপাশি পাল্টা আক্রমণে তাকে বিভ্রান্ত করে রাখেন এই ফরোয়ার্ড। এছাড়াও দৃঢ় ট্যাকেল করার পাশাপাশি দর্শকদের উজ্জীবিত করতেও ভূমিকা রাখেন তিনি।

ম্যাচের ৪২তম মিনিটে তার উঁচু ক্রস থেকে এদের মিলিতাও হেড করে বল গোলের দিকে বাড়ান, যা থেকে ডিন হুইসেনের টোকা পেয়ে দলের দ্বিতীয় গোল করেন জুড বেলিংহাম। এর কিছুক্ষণ পর ফ্রেংকি ডি ইয়ংকে কর্নার ফ্ল্যাগের কাছে দারুণভাবে পরাস্ত করে আরেকটি সুযোগ তৈরি করেন ভিনিসুস। কিলিয়ান এমবাপ্পে সেটি জালে জড়ালেও অফসাইডের কারণে তা গোল হয়নি।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোনসোর সঙ্গে ভিনিসুসের সম্পর্ক কিছুটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ মৌসুমে এমবাপে ও ভিনিসুসের সমন্বয়টা আগের তুলনায় ভালোভাবে মেলাতে পেরেছেন তিনি। তবে বদলি করানোয় ভিনিসুস যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে করে দলের তারকা খেলোয়াড়দের ইগো সামলানো এখন আলোনসোর জন্য এক নতুন চ্যালেঞ্জ।

পরে অবশ্য ডাগআউটে আবার ফিরে আসেন ভিনিসুস। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। বার্সেলোনার লামিনে ইয়ামালের সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায় তাকে।

এই পুরো ঘটনায় ভিনিসুসসহ পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়। এছাড়া রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক আন্দ্রি লুনিন লাল কার্ড পান। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “আমি ম্যাচের ইতিবাচক দিকগুলোতেই মন দিতে চাই, ভিনিরও অনেক ভালো মুহূর্ত ছিল। অবশ্যই আমরা তার প্রতিক্রিয়া নিয়ে কথা বলব, কিন্তু এখনই সেই আলোচনায় যেতে চাই না। পরিস্থিতি অনুযায়ী ম্যাচটা দুর্দান্ত ছিল। ভিনি তাতে বড় ভূমিকা রেখেছে। এটা গুরুত্বপূর্ণ। বাকিটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। 

চলতি মৌসুমে শুরু থেকে খেলার জন্য প্রস্তুত থাকলেও এখন পর্যন্ত তিন ম্যাচে ভিনিসুসকে শুরুর একাদশের বাইরে রেখেছেন আলোনসো, যার মধ্যে আছে গত সপ্তাহের গেতাফের বিপক্ষে জয়ের ম্যাচও।

মন্তব্য করুন: