চোটে বছরের বাকি সময় মাঠের বাইরে কারভাহাল

২৮ অক্টোবর ২০২৫

চোটে বছরের বাকি সময় মাঠের বাইরে কারভাহাল

চোট কাটিয়ে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন দানি কারভাহাল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ের ম্যাচে আবার চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। চোট থেকে সেরে উঠতে বছরের বাকিটা সময় মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এই ডিফেন্ডারকে।

গত ২৭ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের ম্যাচে পায়ের পেশিতে চোট পান কারভাহাল। মাসখানে বাইরে থাকার পর গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনার ম্যাচের ৭২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলের জয়ে লা লিগায় শীর্ষস্থান মজবুত করে রিয়াল। কিন্তু খেলতে গিয়ে হাঁটুতে অস্বস্তি বোধ করায় সোমবার কারভাহারের পরীক্ষা করানো হয়। সেদিনই ৩৩ বছর বয়সী এই ফুটবলারের ডান হাঁটুর জয়েন্টে সমস্যা ধরা পড়ার কথা জানায় মাদ্রিদের ক্লাবটি। চোট সারাতে করাতে হবে অস্ত্রোপচার।

বিবৃতিতে কারভাহালের মাঠের ফেরার সম্ভাবয সময় নিয়ে কিছু না জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, আগামী বছর শুরুর দিকে এই রাইট-ব্যাককে দলের সঙ্গে পেতে পারে শাবি আলোনসোর দল।

লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ ট্রফি পুনরুদ্ধারের অভিযানে এবারের মৌসুমের শুরুটা দারুণ করেছে রিয়াল। লা লিগায় ১০ ম্যাচের ৯টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্টে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে খেলা তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আলোনসোর দল।

মন্তব্য করুন: