ক্লাসিকোর পর আলোনসোর সঙ্গে ‘সম্পর্ক খারাপ হয়েছে’ ভিনিসুসের

২৮ অক্টোবর ২০২৫

ক্লাসিকোর পর আলোনসোর সঙ্গে ‘সম্পর্ক খারাপ হয়েছে’ ভিনিসুসের

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি ভিনিসুস জুনিয়র। এরপর বার্সেলোনার বিপক্ষে সবশেষ ম্যাচে মাঠ থেকে তাকে উঠিয়ে নেওয়ার সময় কোচ শাবি আলোনসোর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছিলেন তিনি। সব মিলিয়ে কোচের সঙ্গে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সম্পর্ক খারাপ হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।

গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে জেতে রিয়াল। ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ভিনিসুসকে ৭২তম মিনিটে তুলে নিয়ে রদ্রিগোকে নামান আলোনসো। কোচের এই সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তুষ্টি জানিয়ে ডাগআউটে না গিয়ে সোজা ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন ভিনিসুস। 

এর আগে এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছিল, ভিনিসুসের ঘনিষ্ঠ মহল মনে করে, তাকে নিয়ে আলোনসোর খুব একটা আগ্রহ নেই। নতুন চুক্তির বিষয়ে আলোচনায় গত কয়েক মাস ধরে স্থগিত আছে। রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হবে।

সূত্র বলেছে, আলোনসো ও ভিনিসুসের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়নি। তবে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ভিনিসুস তার রিয়াল সতীর্থদের সঙ্গে আগে কথা বলার পরিকল্পনা করেছেন। এরপর আলোনসোর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন তিনি।

বার্সেলোনার বিপক্ষে জয়ের পর দুদিনের বিশ্রাম পেয়েছে রিয়াল খেলোয়াড়রা। বুধবার অনুশীলনে ফিরবে তারা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আলোনসো জানিয়েছিলেন, ভিনিসুসের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি তার সঙ্গে কথা বলবেন।

আমি ম্যাচের অনেক ইতিবাচক দিকেই মনোযোগ দিতে চাই। ভিনিরও ভালো মুহূর্ত ছিল। অবশ্যই আমরা (ভিনির প্রতিক্রিয়া) নিয়ে কথা বলব। কিন্তু আমি চাই না যে আমরা আসল গুরুত্বপূর্ণ বিষয় থেকে মনোযোগ সরিয়ে দিই।

চলতি মৌসুমে লিগে ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন ভিনিসুস। লা লিগায় রিয়াল ওভিয়েদো ও গেতাফের বিপক্ষে এবং চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি।

মন্তব্য করুন: