ক্লাসিকোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চাইলেন ভিনিসুস

২৯ অক্টোবর ২০২৫

ক্লাসিকোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চাইলেন ভিনিসুস

বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর জন্য ভক্ত-সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসুস জুনিয়র। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ৭২তম মিনিটে ভিনিসুসকে তুলে নিয়ে রদ্রিগোকে মাঠে নামান কোচ শাবি আলোনসো। প্রথমে ইশারায় ভিনিসুস জানতে চান, তাকেই তুলে নেওয়া হচ্ছে কি না। এরপর চিৎকার করে এবং হাসি দিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

এরপর কোচের প্রতি অসন্তোষ দেখিয়ে ডাগআউটে না বসে সোজা টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান তিনি। পরে অবশ্য ম্যাচ শেষের আগে বেঞ্চে ফেরেন ২৫ বছর বয়সী এই তারকা।

টানা চার ক্লাসিকো হারের পর রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে যতক্ষণ মাঠে ছিলেন দুর্দান্ত পারফর্ম করেন ভিনিসুস। জুড বেলিংহ্যামের করা দ্বিতীয় গোলটি বানিয়ে দিতে মূল ভূমিকা পালন করেন তিনি।

বিবৃতিতে এই ব্রাজিলিয়ান বলেন, “এল ক্লাসিকোতে আমাকে বদল করার সময় আমার প্রতিক্রিয়ার জন্য আজ আমি রিয়াল মাদ্রিদের সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি। আজকের অনুশীলনের সময় যেমন ব্যক্তিগতভাবে চেয়েছি, ঠিক তেমনি আবারও আমার সতীর্থ, ক্লাব ও সভাপতির কাছে ক্ষমা চাইছি।

কখনও কখনও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ আমি সবসময় জিততে এবং আমার দলকে সাহায্য করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, রিয়াল মাদ্রিদের ভালোর জন্য প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাব, যেমনটা প্রথম দিন থেকেই করে আসছি।

গত মে মাসে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোনসোর সঙ্গে ভিনিসুসের সম্পর্কের টানাপোড়ন নিয়ে গুঞ্জন রয়েছে। চোটজনিত কোনো কারণ ছাড়াই তিনটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ভিনিসুস। এছাড়াও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার এবারের মৌসুমে বোঝাপড়াটা দুর্দান্ত হলেও বেশির ভাগ ম্যাচেই এই ফরোয়ার্ডকে মাঠ থেকে তুলে নেন রিয়াল কোচ।

চলতি মৌসুমে লিগে ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন ভিনিসুস। লা লিগায় রিয়াল ওভিয়েদো ও গেতাফের বিপক্ষে এবং চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি।

মন্তব্য করুন: