ভিনিসুসকে শাস্তি দেবেন না রিয়াল কোচ
৩১ অক্টোবর ২০২৫
রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো জানিয়েছেন, এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ভিনিসুস জুনিয়রকে কোনো শাস্তি দেওয়া হবে না। বরং তিনি ব্রাজিলিয়ান তারকার ক্ষমা প্রার্থনার প্রশংসা করে জানিয়েছেন, বিষয়টি এখন শেষ।
গত রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের ৭২তম মিনিটে ভিনিসুসকে তুলে নিয়ে রদ্রিগোকে নামান আলোনসো। প্রথমে ইশারায় ভিনিসুস জানতে চান, তাকেই তুলে নেওয়া হচ্ছে কি না। এরপর চিৎকার করে এবং হাসি দিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
এরপর কোচের প্রতি অসন্তোষ দেখিয়ে ডাগআউটে না বসে সোজা টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান তিনি। পরে অবশ্য ম্যাচ শেষের আগে বেঞ্চে ফেরেন ২৫ বছর বয়সী এই তারকা।
দুই দিনের বিশ্রামের পর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ক্লাবের সমর্থক, সতীর্থ ও সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে উল্লেখ ক্ষমা চান ভিনিসুস। তবে সেখানে কোচ আলোনসোর নাম উল্লেখ করেননি তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “বুধবার সবার সঙ্গে একটি বৈঠক হয়েছিল। ভিনি খুব ভালো করেছে, নিখুঁত ছিল। সে আন্তরিকভাবে, হৃদয় থেকে বলেছে। আমি খুব সন্তুষ্ট ছিলাম। আমার কাছে বিষয়টি এখানেই শেষ।”
ক্লাসিকোর ঘটনার পর এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছিল, এই ঘটনার আগে থেকেই আলোনসো ও ভিনিসুসের সম্পর্কে কিছুটা টানাপোড়েন ছিল। কারণ চলতি মৌসুমে কোচ এই ফরোয়ার্ডকে তিনবার শুরুর একাদশে রাখেননি এবং ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালেও বেঞ্চে রাখার পরিকল্পনা করেছিল।
তবে আলোনসো জানান, ভিনিসুসের ক্ষমা প্রার্থনায় তার নাম না থাকায় তিনি কোনোভাবেই বিস্মিত বা হতাশ নন।
“আমার কাছে সেটি খুব মূল্যবান, ইতিবাচক বার্তা ছিল। ভিনি তার সততা দেখিয়েছে, হৃদয় থেকে বলেছে, এই ক্লাব তার কাছে কী মানে রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে সতীর্থ, ভক্ত এবং ক্লাবের প্রতি তার মনোভাব প্রকাশ করেছে। বুধবার থেকেই বিষয়টি শেষ, এখন আমরা সামনের দিকেই তাকাচ্ছি।”
রিয়াল জানিয়েছিল, শৃঙ্খলার বিষয়গুলো অভ্যন্তরীণভাবে সামলানো হবে। তবে আলোনসো নিশ্চিত করেছেন, ভিনিসুসকে কোনো শাস্তি দেওয়া হবে না। শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তিনি দলে থাকবেন।
“আমরা ভালোভাবে অনুশীলন করেছি, ভিনি ভালো আছে। আমরা সবাই একই নৌকায় আছি। একই দিকে এগুচ্ছি… আগামীকাল ম্যাচ আছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো শাস্তি নেই।”
লা লিগায় ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।















মন্তব্য করুন: