আবারও মেসির জোড়া গোল
৩ আগস্ট ২০২৩

ইন্টার মায়ামির হয়ে টানা ৩ ম্যাচেই গোল করলেন লিওনেল মেসি। লিগস কাপে তার জোড়া গোলে শেষ ষোলোতে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটি।
বুধবার ওরল্যান্ডোকে সিটিকে ৩-১ গোলে হারায় মায়ামি।
বৈরী আবহাওয়ার কারনে নির্ধারিত সময়ের ৯৫ মিনিট পর শুরু হয় ম্যাচটি। কিন্তু শুরু হওয়ার পর ছন্দে আসতে খুব বেশি সময় নেননি মেসি। মাত্র ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা।
মধ্য মাঠ থেকে দ্রুত গতিতে বক্সে ঢুকে বুক দিয়ে বল নামিয়ে চমৎকার এক ভলিতে গোলের সূচনা করেন মেসি। ১০ মিনিট পর সমতা ফেরায় ওরল্যান্ডো। দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র তিন মিনিটেই জোসেফ মার্তিনেসের পেনাল্টি থেকে গোলে আবারও এগিয়ে যায় মায়ামি।
টেইলর এবং মার্তিনেসের পাল্টা আক্রমণ থেকে ৭২ মিনিটে কাছ থেকে আরেকটি ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন অরক্ষিত অবস্থায় থাকা মেসি।
মায়ামির হয়ে ৩ ম্যাচে ৫ গোল করে ফেলেছেন মেসি। এর আগে গ্রুপ পর্বে ক্রজ আজুলের বিপক্ষে গোলের খাতা খোলার পর আটালান্টা ইউনাইটেডের জালে দুই বার বল পাঠিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই তারকা।
মন্তব্য করুন: