ছুটিতে ওজন বাড়লেই দল থেকে বাদ দেওয়ার হুমকি গুয়ার্দিওলার

২২ ডিসেম্বর ২০২৫

ছুটিতে ওজন বাড়লেই দল থেকে বাদ দেওয়ার হুমকি গুয়ার্দিওলার

বড়দিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিন দিনের ছুটি পেয়েছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। দলের কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, দলে ফেরার পর কারো ওজন বেড়ে গেলে আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে না।

সোমবার থেকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে সিটির খেলোয়াড়দের। তারা দলের সঙ্গে যোগ দেবেন আগামী বৃহস্পতিবার।

ডায়েটের ব্যাপারে সবসময়ই কঠোর হিসেবে পরিচিত গুয়ার্দিওলা বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট ওজন থাকে। তারা ২৫ তারিখে ফিরে আসবে এবং কত কেজি বাড়ল তা নিয়ন্ত্রণ করার জন্য, তারা মোটা হলো কি-না, (তা দেখার জন্য) আমি সেখানে থাকব।

তিন দিন পর তারা আসার মুহূর্তে আমি দেখতে চাই, তারা কীভাবে ফিরে আসে। তারা খেতে পারে। কিন্তু আমি তাদের নিয়ন্ত্রণ করতে চাই। ২৭ তারিখে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে দল নির্বাচন করতে হবে আমাকে। কল্পনা করুন, একজন খেলোয়াড় এখন নিখুঁত, কিন্তু সে আরও তিন কিলো (ওজন বেশি) নিয়ে এলো। তাহলে সে ম্যানচেস্টারেই থাকবে, সে নটিংহ্যাম ফরেস্টে যাবে না।

গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের জয় এলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিলেন না গুয়ার্দিওলা। ম্যাচের পর খেলোয়াড়দের আরও উন্নতির তাগিদ দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

১৭ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে আছে সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

মন্তব্য করুন: