রোনালদোর রেকর্ড ছুঁয়ে অবিশ্বাস্য অনুভূতি এমবাপ্পের
২১ ডিসেম্বর ২০২৫
রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা রেকর্ড থেকে এক গোল দূরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে দলের জয়সূচক গোল করে ছোটবেলা থেকে যাকে আদর্শ মেনে বড় হয়েছেন সেই মহাতারকার রেকর্ডকে স্পর্শ করে তার ‘সিউ’ উদযাপনে মেতে উঠলেন ফরাসি এই তারকা। এমন কীর্তি স্পর্শ করে যেন নিজেকেই বিশ্বাস করাতে পারছেন না তিনি।
বছরে নিজেদের শেষ ম্যাচে লা লিগায় শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ১০ জনের সেভিয়াকে ২-০ হারায় রিয়াল।
৩৮তম মিনিটে গোলকে স্বাগতিকদের এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদোর পাশে নাম লেখান এমবাপ্প।
রিয়ালের হয়ে এ বছর এটি এমবাপ্পের ৫৯তম গোল। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এতদিন এককভাবে ছিল রোনালদোর। পর্তুগিজ মহাতারকা ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন।
এদিন ২৭ বছর বয়সে পা রাখেন এমবাপ্পে। জন্মদিনে রোনালদোর রেকর্ড স্পর্শ করে আপ্লুত এই ফরোয়ার্ড বলেন, “ক্রিশ্চিয়ানো যা করেছিলেন, এখানে আমার প্রথম বছরেই তেমন কিছু করতে পারাটা অবিশ্বাস্য। আমার আদর্শ, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার এবং বিশ্ব ফুটবলেও একটি উদাহরণ তিনি। আমার জন্য এটি সম্মানের।”
গোল করে রোনালদোর মতো উদযাপনের কারণ জানিয়ে এমবাপ্পে বলেন, “আমি তাকে উৎসর্গ করতে চেয়েছিলাম, কারণ আমার প্রতি তিনি সবসময়ই স্নেহময়।”
“এমনিতে আমার নিজস্ব উদযাপন আছে। তবে আজকে আমি চেয়েছি তার মতো করেই করতে এবং যেমনটি বহুবার বলেছি, ছেলেবেলা থেকে তিনি আমার আদর্শ। তার সঙ্গে আমার সম্পর্ক দারুণ এবং তিনি এখন আমার বন্ধু।”
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের অনুভূতি তুলে ধরেন এমবাপ্পে। উদযাপনের ছবির পাশাপাশি রোনালদোর সঙ্গে ছেলেবেলার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “নিজের স্বপ্নে বিশ্বাস রাখো।” পাশাপাশি রোনালদোকে ট্যাগ করে মুকুটের ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রিয় তারকার শ্রেষ্ঠত্ব।















মন্তব্য করুন: