জোড়া গোলে রোনালদোকে ছাড়ালেন হলান্দ

২১ ডিসেম্বর ২০২৫

জোড়া গোলে রোনালদোকে ছাড়ালেন হলান্দ

জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের দিক দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন আর্লিং হলান্দ। পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যাকে ছাড়াতে ১২২ ম্যাচ কম খেলেছেন এই নরওয়েজিয়ান গোলমেশিন।

শনিবার লিগ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় সিটি। দুই অর্ধে গোল দুটি করেন হলান্দ।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন হলান্দ। এই গোলে রোনালদোকে স্পর্শ করেন হলান্দ। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে প্রিমিয়ার লিগে ২৩৬ ম্যাচে ১০৩ গোল করেছিলেন রোনালদো। তাকে ছুঁতে হলান্দ খেলেছেন ১১৪ ম্যাচ। ৬৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করে রোনালদোকে ছাড়িয়ে যান ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিগে তার গোল সংখ্যা এখন ১০৪টি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা হলান্দ ১৭ লিগ ম্যাচে গোল করেন ১৯টি। আছেন গোলদাতাদের তালিকার সবার ওপরে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে এই স্ট্রাইকারের গোল এখন ২৫টি। ২০২২ সালে সিটিতে যোগ দিয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৯ গোল করেছেন তিনি।

১৭ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে পেপ গুয়ার্দিওলার দল। এভারটনকে ১-০ গোলে হারিয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল। টটনাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

মন্তব্য করুন: