মেসির জোড়া গোলে সেমি-ফাইনালে মায়ামি
৯ নভেম্বর ২০২৫
লিওনেল মেসির প্রথমার্ধের জোড়া গোলের উপর ভর করে ৪-০ ব্যবধানে ন্যাশভিল এসসিকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্স সেমি-ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।
শনিবার ফ্লোরিডার ফোর্ট লডারডেইলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির সঙ্গে দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল করে জয় নিশ্চিত করেন তাদেও আলেন্দে। তার দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন মেসি।
এই জয়ে মায়ামি সিরিজ ২-১ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে উঠল, যেখানে তারা মুখোমুখি হবে ২ নম্বর বাছাই এফসি সিনসিনাটির।
ম্যাচের ১০ম মিনিটে মেসি বল পেয়ে ঘিরে থাকা চার খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বক্সের সামনে থেকে নিচের ডান কোণায় নিখুঁত শট নিয়ে দলকে এগিয়ে নেন।
প্রথমার্ধের শেষ দিকে মেসি ব্যবধান দ্বিগুণ করেন। তাকে অ্যাসিস্ট করা মাতেও সিলভেত্তি আর্জেন্টিনায় মেসিরই জন্মস্থান রোসারিও শহর থেকেই উঠে এসেছেন।
নিয়মিত মৌসুমে গোল্ডেন বুট জয়ী মেসি তিন ম্যাচের সিরিজে পাঁচ গোল করলেন। ইন্টার মায়ামি এখন ওহাইওর টিকিউএল স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে। ২০২২ ও ২০২৪ সালে তারা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল।
২০২৪ সালে মেসির প্রথম পূর্ণ মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতেও প্রথম রাউন্ডে আটলান্টার কাছে সিরিজে হেরে বাদ পড়ে মায়ামি। এবারের জয় নিশ্চিত করল মেসির দীর্ঘদিনের দুই সতীর্থ জর্দি আলবা ও সের্হিও বুসকেতস ক্যারিয়ারে কমপক্ষে আরেকটি ম্যাচ খেলতে যাচ্ছেন। তারা দুই জনই মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন।
সিনসিনাটি-মায়ামি ম্যাচের মধ্যে জয়ী দল ইস্টার্ন কনফারেন্স ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়ন অথবা নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে খেলবে।















মন্তব্য করুন: