আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ভালো ছেলে’ হয়ে থাকবেন রোনালদো

১৩ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ভালো ছেলে’ হয়ে থাকবেন রোনালদো

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের মাঠে তীব্র দুয়োধ্বনি শোনার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ অধিনায়ক প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তিনিভালো ছেলেহয়ে থাকবেন।

বৃহস্পতিবার ডাবলিনে অনুষ্ঠিত ফিরতি লেগের এই ম্যাচ জিতলেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হবে পর্তুগালের।

গত মাসে পর্তুগালে দুই দলের আগের ম্যাচে রুবেন নেভেসের শেষ মুহূর্তের জয়সূচক গোল উদযাপনে আয়ারল্যান্ড ডিফেন্ডার জেক ব্রায়ানের সামনে গিয়ে উল্লাস করেছিলেন রোনালদো। সেই ঘটনাই এবার ডাবলিনে প্রতিপক্ষ সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা বাড়িয়েছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুধবার রোনালদো বলেন, “আমি এখানে দর্শকদের খুব পছন্দ করি। জাতীয় দলকে তারা যেভাবে সমর্থন দেয়, সেটা সত্যিই দারুণ। আবার এখানে খেলতে আসা আমার জন্য আনন্দের। অবশ্যই কঠিন হবে, কিন্তু আশা করি আগামীকাল তারা খুব বেশি দুয়ো দেবে না। আমি কসম করে বলছি, ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করব।

তবে আমি আমার কাজটা করব। ম্যাচ জেতার চেষ্টা করব, গোল করার চেষ্টা করব, দলকে সাহায্য করব। ম্যাচটা কঠিনই হবে, এটা নিশ্চিত।

লিসবনে দু’দলের প্রথম লেগের ম্যাচটি রোনালদোর দিনটা একদমই ভালো কাটেনি। আয়ারল্যান্ড গোলরক্ষক কাওইমিন কেলেহার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার পেনাল্টি রুখে দেন। এছাড়া ম্যাচ রেফারির সিদ্ধান্তে রোনালদোর প্রভাব ছিল বলে অভিযোগ তোলেন আইরিশ সমর্থকরা।

প্রসঙ্গে রোনালদো বলেন, “এটা স্বাভাবিক, কারণ তারা জানে, আগামীকাল হারলে তারা ছিটকে যাবে। তাই খেলার বাইরে কিছু বিষয় তৈরি করার চেষ্টা করছে তারা। কিন্তু আমরা প্রস্তুত কঠিন ম্যাচের জন্য। আমি মনে করি, এটা লিসবনের ম্যাচটার মতোই হবে। তাদেরও সুযোগ আছে, তারা ভালো দল।

৪০ বছর বয়সী রোনালদো আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপটি হবে তার শেষ আসর। তবে রেকর্ড ১৪৩ আন্তর্জাতিক গোলের মালিকের জন্য বিষয়টা একক গৌরবের চেয়ে অনেক বড় কিছু।

একটা জাতীয় দল কোনো এক ভালো খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। তবে ভালো খেলোয়াড় থাকলে অবশ্যই পার্থক্য গড়ে দেয়, বিশেষ করে গোল করার ক্ষেত্রে। আমি নিজে গোল করতে ভালোবাসি। আমি আগামী বিশ্বকাপে খেলতে চাই। তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৫।

মন্তব্য করুন: