রোনালদোর ‘প্রথম’ লাল কার্ড, আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল পর্তুগালের

১৪ নভেম্বর ২০২৫

রোনালদোর ‘প্রথম’ লাল কার্ড, আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল পর্তুগালের

আন্তর্জাতিক ফুটবলে প্রায় দুই দশকের ক্যারিয়ারে আগে যা কখনও হয়নি, বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে তাই হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন তিনি। স্বাগতিকদের কাছে হেরে মূলপর্বের অপেক্ষা বেড়েছে পর্তুগালের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদো জানিয়েছিলেন, আয়ারল্যান্ডের মাঠে তাকে যত দুয়োধ্বনিই দেওয়া হোক না কেনো, তিনি ভালো ছেলে হয়ে থাকবেন। কিন্তু বৃহস্পতিবার ডাবলিনে একের পর এক আক্রমণ বিফলে যাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের দুয়োয় ঘণ্টাখানেক পর মেজাজ হারিয়ে ফেলেন পর্তুগিজ অধিনায়ক।

ফ্রি কিকের সময় প্রতিপক্ষের ডি-বক্সে এক ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করেন তিনি। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও, পরে ভিএআর মনিটরে দেখে সরাসরি লাল কার্ড দেখান। জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

দলের সবচেয়ে বড় তারকার লাল কার্ডের ম্যাচে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হারে পর্তুগাল। প্রথমার্ধেই ট্রয় প্যারটের জোড়া গোলে এগিয়ে যায় আইরিশরা।

আক্রমণ ও বল দখলের লড়াইয়ে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে ছিল ২০১৬ ইউরো জয়ীরাই। প্রায় ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল তিনটি। অন্যদিকে ছয়টি শট নেওয়া আয়াল্যান্ডের লক্ষ্যে থাকে তিনটি।

এই হারের পরও ‘এফ’ গ্রুপে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পর্তুগাল। দুইয়ে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৮। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড।

এই তিন দলেরই সুযোগ আছে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার। তবে ভালো অবস্থানে আছে পর্তুগাল। আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা আর্মেনিয়াকে হারালেই তারা পাবে মূলপর্বের টিকিট। একই সময় অন্য ম্যাচে মাঠে নামবে হাঙ্গেরি ও আয়ারল্যান্ড।

মন্তব্য করুন: