রোনালদোর লাল কার্ড প্রাপ্য ছিল না: পর্তুগাল কোচ

১৪ নভেম্বর ২০২৫

রোনালদোর লাল কার্ড প্রাপ্য ছিল না: পর্তুগাল কোচ

আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ড প্রাপ্য ছিল না বলে মনে করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।

বৃহস্পতিবার ডাবলিনে ‘এফ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপে সরাসির খেলার সুযোগ পাওয়ার  অপেক্ষা বাড়ে পর্তুগালের।

আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম লাল কার্ড দেখেন রোনালদো। আইরিশ ডিফেন্ডার ডারা ওশিয়ার পেছনে কনুই দিয়ে আঘাত করায় প্রথমে পর্তুগিজ অধিনায়ককে হলুদ কার্ড দেখানো হয়েছিল। পরে ভিএআর পর্যালোচনায় তাকে লাল কার্ড দেখানো হয়।

জাতীয় দলের জার্সিতে ২২৬তম ম্যাচে এসে প্রথমবারের মতো বহিষ্কার হন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী মহাতারকা।

ম্যাচ শেষে মার্তিনেস বলেন, “আমি মনে করি এটা একটু কঠোর ছিল, কারণ সে দলটাকে নিয়ে ভাবে। সে প্রায় ৬০ মিনিট বক্সের ভেতরে টানা, ধাক্কা, ঠেলা – এসবের শিকার হয়েছে এবং স্বাভাবিকভাবেই সে ডিফেন্ডারের কাছ থেকে বের হওয়ার চেষ্টা করছিল।

আমি মনে করি ঘটনাটা যতটা খারাপ দেখায়, বাস্তবে ততটা নয়। আমি মনে করি না এটা কনুই, বরং পুরো শরীরের। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল থেকে এটা কনুইয়ের মতো দেখায়। তবে আমরা সিদ্ধান্ত মেনে নিচ্ছি।

গত মাসে লিসবনে প্রথম লেগের ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায় পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো রেফারিকে নিয়ন্ত্রণ করেছিল বলে দাবি করেন আইরিশ কোচ হেইমির হালগ্রিমসন।

তার এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে মার্তিনেস বলেন, “একটা বিষয় আমাকে খারাপ লাগিয়েছে, তা হলো গতকালের প্রেস কনফারেন্সে আয়ারল্যান্ডের কোচ বলছিলেন রেফারিরা প্রভাবিত হয়, আর তারপর একজন বড় সেন্টার-হাফ ক্রিশ্চিয়ানোর শরীর ঘোরানোর সঙ্গে সঙ্গে এত নাটকীয়ভাবে মাটিতে পড়ে গেল।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। আগামী রোববার শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জয় পেলেই মূলপর্বের টিকিট পাবে তারা। অন্যদিকে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ আছে গ্রুপের অন্য দুই দল আয়ারল্যান্ড ও হাঙ্গেরির। একই সময় অন্য ম্যাচে তারা মুখোমুখি হবে।

মন্তব্য করুন: