সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়

১৬ নভেম্বর ২০২৫

সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়

এস্তেভাও কাসেমিরোর গোলে সেনেগালের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। প্রীতি ম্যাচে শনিবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে - গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আফ্রিকার দেশটির বিপক্ষে এটি ছিল ব্রাজিলের তৃতীয় ম্যাচ। ২০১৯ সালের অক্টোবরে দুই দলের প্রথম ম্যাচটি - সমতায় শেষ হয়েছিল। ২০২৩ সালের জুনে দ্বিতীয় দেখায় সেলেসাওদের - গোলে হারিয়ে দেয় সেনেগাল।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ঝড় তোলা ব্রাজিল পুরো ম্যাচে ৪৫ শতাংশের একটু বেশি সময় বল দখলে রাখতে পারে। গোলের জন্য নেওয়া ১৪টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে সাদিও মানের সেনেগাল ১১টি শটের লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত মাসে এশিয়া সফরের দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে দক্ষিণ কোরিয়াকে - গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে পরের ম্যাচে জাপানের বিপক্ষে - গোলে হেরে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল।

একের পর এক আক্রমণের পর ২৮তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। সতীর্থের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় পান এস্তেভাও। জোরাল শটে বল জালে জড়ান ১৮ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড।

গত মাসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১০ ম্যাচে তার গোল সংখ্যা এখন চারটি।

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পেয়ে বাঁ দিকে ক্রস বাড়ান রদ্রিগো। বল নিয়ন্ত্রণে নিয়ে তা জলে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে এটি তার অষ্টম গোল।

বিরতির পর সেনেগাল আক্রমণে ধার বাড়ালেও ম্যাচে ফিরতে পারেনি।

আগামী মঙ্গলবার ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে ব্রাজিল।

মন্তব্য করুন: