বিশ্বকাপের প্রস্তুতিতে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

২২ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের প্রস্তুতিতে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

বিশ্বকাপের তিন মাস আগে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ফ্রান্স। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতে এবারের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার এই ম্যাচের ঘোষণা দেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালো। ব্রাজিল ছাড়াও যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে গত বিশ্বকাপের রানার্স-আপরা।

আগামী ২৩ মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ৩১ মার্চ বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে দিদিয়ের দেশমের দল।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে এই ম্যাচ দুটি ফ্রান্সের প্রস্তুতির জন্য আদর্শ হবে বলেই মনে করেন ফেডারেশনের সভাপতি।

ব্রাজিল তো বাছাই দল থাকবে, কাজেই গ্রুপ পর্বে নিশ্চিতভাবেই তাদের সঙ্গে দেখা হবে না আমাদের। কলম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারি। দেখা যাক, দিদিয়ে দেশম (ফ্রান্সের কোচ) কী বলে। আপাতত আমরা ড্রয়ের অপেক্ষা করছি, এর আগে ভালোভাবেই অগ্রসর হচ্ছি।

এই দুই ম্যাচের পর বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে ঘরের মাঠে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স।

আগামী ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। এক নম্বর পটে থাকবে ব্রাজিল ফ্রান্স। দুই নম্বর পটে কলম্বিয়া।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বেডি গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয় এক ড্রয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় ফ্রান্স।

মন্তব্য করুন: