কাম্প নউয়ে ফেরার ম্যাচে ইয়ামাল-রাফিনিয়াকে পাচ্ছে বার্সা
২২ নভেম্বর ২০২৫
আড়াই বছর পর নিজেদের ঘরের মাঠ কাম্প নউয়ে ম্যাচ খেলতে নামার আগে সুখবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে ফিরছেন দুই তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।
কুঁচকির চোটের কারণে চলতি মাসে স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। কুঁচকির সমস্যায় গত সেপ্টেম্বর থেকে তিনবার মাঠের বাইরে থাকতে হয়েছে ইয়ামালকে। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে ৯ ম্যাচ বাইরে ছিলেন।
আংশিক সংস্কার শেষে অর্ধেকের কম দর্শক ধারণক্ষমতা নিয়ে শনিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ সালের মার্চের পর প্রথমবারের মতো কাম্প নউয়ে খেলতে নামছে বার্সেলোনা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ১৮ বছর বয়সী ইয়ামাল ও রাফিনিয়ার প্রত্যাবর্তন নিয়ে কোচ হানসি ফ্লিক বলেন,“এই দুই সপ্তাহ সে খুব কঠোর পরিশ্রম করেছে এবং আমি যা দেখছি তাতে আমি সত্যিই খুশি।”
“ভালো খবর হলো রাফিনিয়া ফিরেছে। সে দলকে যত কিছু দিতে পারে তার প্রশংসা করি। আগামীকাল আমরা দেখব এটা ১০, ১৫ নাকি ২০ মিনিট হবে। তবে সে ফিরছে এবং এটা তার ফিরে আসার জন্য অনেক বড় একটা পদক্ষেপ। আগামীকাল সে বেঞ্চে থাকবে।”
তবে মার্কাস র্যাশফোর্ডকে জ্বরে ভুগছেন বলে কোচ জানান। ফলে শনিবার এই ইংলিশ ফরোয়ার্ডের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
গত ৭ নভেম্বর সংস্কার কাজ চলা কাম্প নউয়ে প্রথমবারের মতো উন্মুক্ত অনুশীলন করে বার্সেলোনা। ঘরের মাঠে প্রত্যাবর্তনের প্রসঙ্গে ফ্লিক বলেন, “আমার মনে হয় আমরা ক্যাম্প নউতেই খেলতে পছন্দ করি ... যখন আমরা ট্রেনিংয়ে ছিলাম এবং আমি সিঁড়ি বেয়ে মাঠের দিকে উঠলাম, সেটা ছিল অবিশ্বাস্য একটা অনুভূতি।”
লা লিগায় ১২ ম্যাচে ৯ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে আছে ৩ পয়েন্ট।















মন্তব্য করুন: