কাম্প নউয়ে ফেরার ম্যাচে বড় জয় বার্সার
২৩ নভেম্বর ২০২৫
দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে ঘরের মাঠ কাম্প নউয়ে ফেরার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ফেররান তোরেসের জোড়া গোলে আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লা লিগার শীর্ষে উঠেছে কাতালান ক্লাবটি।
দফায় দফায় সময় পেছানোর পর শনিবার এই ম্যাচ দিয়ে ৯০৯ দিন পর কাম্প নউয়ে প্রথমবারের মতো ম্যাচ খেলে বার্সেলোনা। চতুর্থ মিনিটে দলকে এগিয়ে সমর্থকদের উল্লাসে মাতান রবের্ট লেভানডফস্কি।
প্রথমার্ধের যোগ করা সময় চোট কাটিয়ে দলে ফেরা লামিনে ইয়ামালের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান ফের্মিন লোপেস। ৫৪তম মিনিটে লোপেসকে ফাউল করে বিলবাওয়ের মিডফিল্ডার সানসেত লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
চোট কাটিয়ে ৮১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামনে রাফিনিয়া। গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইয়ামালের আরেকটি অ্যাসিস্টে দলের শেষ গোলটি গোলেন তোরেস।
১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট বার্সেলোনার। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।
এখনও কাম্প নউয়ের সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ৪৫ হাজার দর্শক মাঠে বসে বার্সেলোনার প্রত্যাবর্তনের ম্যাচ দেখার সুযোগ পান। সংস্কারের কাজ শেষ হলে এখানে দর্শক ধারণক্ষমতা হবে ১ লাখ ৫ হাজার, যা ইউরোপের সবচেয়ে বেশি।















মন্তব্য করুন: