রিয়াল ছেড়ে ধারে ফ্রান্সের ক্লাবে ব্রাজিলের এনদ্রিক

২৪ ডিসেম্বর ২০২৫

রিয়াল ছেড়ে ধারে ফ্রান্সের ক্লাবে ব্রাজিলের এনদ্রিক

রিয়াল মাদ্রিদ ছেড়ে অলিম্পিক লিওঁতে পাড়ি জমিয়েছেন এনদ্রিক। তবে পাকাপাকিভাবে স্বপ্নের ক্লাবটি ছাড়েননি ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড। ধারে মৌসুমের বাকি অংশ ফরাসি ক্লাবটিতে খেলবেন তিনি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে রিয়াল ও লিওঁ।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে খেলার সুযোগ পাননি বললেই চলে এনদ্রিক। শাবি আলোনসোর অধীনে খেলতে পেরেছেন কেবল তিনটি ম্যাচে, যার মধ্যে দুটিতেই বদলি হিসেবে নামেন অল্প সময়ের জন্য। ব্রাজিল দলেরও বাইরে আছেন লম্বা সময় ধরে।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশায় এবং আরও বেশি ম্যাচ খেলার লক্ষ্যে এনদ্রিকের দলবদলের বিষয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।

বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর গত বছর জুলাইয়ে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ছয় বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেন এনদ্রিক। সান্তিয়াগো বের্নাবেউয়ে তাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ বদলি হিসেবে নেমেই গোল করে নজর কেড়েছিলেন এনদ্রিক। তবে কার্লো আনচেলত্তির অধীনে অভিষেক মৌসুমে বেশিরভাগ সময়ই বদলি হিসেবে খেলতে হয় তকে। ৩৭ ম্যাচে মাঠে নেমে গোল করেন ৭টি।

অন্যদিকে ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে খেলেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার, গোল করেছেন তিনটি।

মন্তব্য করুন: