শেষ দিকের জোড়া গোলে টানা নবম জয় বার্সেলোনার

৪ জানুয়ারি ২০২৬

শেষ দিকের জোড়া গোলে টানা নবম জয় বার্সেলোনার

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না বার্সেলোনা। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিটের মধ্যে জোড়া গোল করে জয় দিয়ে বছর শুরু করেছে হানসি ফ্লিকের দল।

শনিবার লা লিগায় এস্পানিওলের মাঠে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। লিগে বর্তমান চ্যাম্পিয়নদের এটি টানা নবম জয়।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আপাতত ৭ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা।  ১৯ ম্যাচে ১৬ জয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৪২।

দ্বিতীয়ার্ধে এক সঙ্গে বদলি হিসেবে নেমে গোল দুটি করেন দানি ওলমো ও রবের্ট লেভানডফস্কি। তবে জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া। মৌসুমের শুরুতে এস্পানিওল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর সাবেক ক্লাবের বিপক্ষে এটি ছিল তার প্রথম ম্যাচ। ম্যাচজুড়ে তাকে দুয়ো দিতে থাকে স্বাগতিক সমর্থকরা। এমন পরিস্থিতেও গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জেতেন স্প্যানিশ এই গোলরক্ষক।

ম্যাচে প্রায় ৬৯ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে এস্পানিওলের নেওয়া ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল সাতটি।

৬৪তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ ফ্লিক। ফেররান তোরেস, জেরার্দ মার্তিন ও রাফিনিয়ার বদলি হিসেবে লেভানডভস্কি, পেদ্রি ও ওলমোকে নামান তিনি।

৮৬তম মিনিটে ফের্মিন লোপেসের বাড়ানো বল বক্সের বাইরে থেকে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ওলমো। ৯০তম মিনিটে লোপেসের আরেকটি অ্যাসিস্টে ছয় গজ বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করে লেভানডফস্কি। চলতি মৌসুমে লিগে ৩৭ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকারের গোল এখন ৯টি। গত ২২ নভেম্বরের পর এই প্রথম লিগে গোল পেলেন তিনি।

মন্তব্য করুন: