২য় স্তরের দলের কাছে হেরে স্প্যানিশ কাপ থেকে রিয়ালের বিদায়
১৫ জানুয়ারি ২০২৬
নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
বুধবার নিজেদের মাঠে ৩-২ গোলে ইউরোপের সফলতম ক্লাবটিকে হারিয়ে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আলবাসেতে।
শক্তিমত্তায় রিয়ালের চেয়ে যোজনযোজন পিছিয়ে থাকা দলটি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের লিগে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে আছে। এই ম্যাচের আগে সবশেষ চার ম্যাচে জয়হীন ছিল তারা, যার মধ্যে হেরেছে দুটিতে।
লা লিগায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল এদিন মাঠে নামে একপ্রকার দ্বিতীয় সারির দল নিয়ে। চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, থিবো কোর্তোয়াসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান নতুন কোচ আরবেলোয়া। সবশেষ ম্যাচের শুরুর একাদশ থেকে ছয়টি পরিবর্তন আনেন তিনি।
তবে নতুন দায়িত্বে শুরুটা ভালো হলো না আরবেলোয়ার। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পরদিন গত সোমবার শাবি আলোনসোকে সরিয়ে তাকে কোচের দায়িত্ব দেয় রিয়াল।
বল দখল ও আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকা রিয়াল ৪২তম মিনিটে গোল হজম করে। তবে সমতায় ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন আর্জেন্টিনার তরুণ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
৭০তম মিনিটে আর্দা গুলারের ফ্রি কিকে বক্সের ভেতর পাওয়া বল পোস্টের কাছ থেকে নেওয়া হেড লক্ষ্যে রাখতে পারেননি গন্সালো গার্সিয়া।
বদলি হিসেবে নেমে ৮২তম মিনিটে আলবাসেতেকে এগিয়ে দেন হেফতে বেতানকর। চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে গুলেরের ক্রস থেকে রিয়ালকে সমতায় ফেরান গার্সিয়া। কিন্তু শেষ মিনিটে গোল করে স্বাগতিকদের উল্লাসে মাতান বেতানকর।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হেরে যাওয়া রিয়াল আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে লেভান্তের মুখোমুখি হবে।















মন্তব্য করুন: