ঘুরে দাঁড়াতে বের্নাবেউকে পাশে থাকার আহ্বান রিয়াল কোচের
১৭ জানুয়ারি ২০২৬
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে করার পর দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে কোপা দেল রে থেকে আগেভাগেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের এমন পারফরম্যান্সে সমর্থকদের কষ্ট ও হতাশা বুঝতে পারছেন কোন নতুন কোচ আলভারো আরবেলোয়া। বাজে সময়কে কাটিয়ে উঠতে পরের ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লা লিগার ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেভান্তের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
শাবি আলোনসোর অধীনে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল মাদ্রিদের দলটি। একটা সময় লা লিগায় ৫ পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে ছিল তারা। কিন্তু গত নভেম্বরে হঠাত ছন্দপতনের পর তারাই এখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে।
গত রোববার সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন কোচের দায়িত্ব ছাড়েন আলোনসো। এরপর নতুন কোচআরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে কোপা দেল রের শেষ ষোলোয় দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল।
সাম্প্রতিক সময়ে দলের ছন্দহীন পারফরম্যান্সে হতাশ সমর্থকরাও। গত মাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে হেরেছিল তারা। এমনকি বের্নাবেউয়ে সমর্থকদের কাছ থেকে দুয়োও শুনতে হয়েছিল ভিনিসুসদের।
লেভান্তের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, “বের্নাবেউয়ের (সমর্থকদের) মতামতের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি বুঝতে পারছি যে, মাদ্রিদের সমর্থকরা কষ্ট পেয়েছে এবং আমাদের প্রতি তারা অসন্তুষ্ট; কিন্তু আমি তাদের সমর্থন চাই।”
“দুর্দান্ত সফলতা এসেছে যখন বের্নাবেউ তাদের খেলোয়াড়দের পাশে ছিল। আমি তাদেরকে বলবো আমাদের পাশে দাঁড়াতে, সমর্থন যোগাতে। আশা করছি মৌসুমটা সেভাবেই শেষ হবে যেমনটা আমরা চাইছি।”
১৯ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।















মন্তব্য করুন: