ঘরের মাঠে প্রতিকূল পরিবেশে রিয়ালের জয়

১৮ জানুয়ারি ২০২৬

ঘরের মাঠে প্রতিকূল পরিবেশে রিয়ালের জয়

টানা দুই ম্যাচ হেরে এমনিতেই বিপর্যস্ত ছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দর্শকদের সমর্থনের বদলে মিলল দুয়ো। নিজেদের আঙিনায় এমন প্রতিকূল পরিবেশের মাঝে কিলিয়ান এমবাপ্পে ও রাউল আসেনসিওর গোলে জয়ের দেখা পেয়েছে তারা।

লা লিগায় শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অবনমন অঞ্চলে থাকা লেভান্তেকে ২-০ গোলে হারায় রিয়াল।

গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরদিন রিয়ালের দায়িত্ব ছাড়েন শাবি আলোনসো। এরপর নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে দ্বিতীয় স্তরের ক্লাব আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় মাদ্রিদের ক্লাবটিকে।

দলের এমন বাজে সময়ে বের্নাবেউয়ে সমর্থকদের পাশে চেয়েছিলেন আরবেলোয়া। কিন্তু ম্যাচের শুরুর থেকেই দুয়োধ্বনিতে ভেসে যায় পুরো স্টেডিয়াম। প্রথমার্ধে এমবাপ্পে-ভিনিসুসদের বিবর্ণ পারফরম্যান্সে বিরতিতে মাঠ ছাড়ার সময় দলের উদ্দেশে সাদা রুমাল নাড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় সমর্থকদের। এমনকি দুয়োর হাত থেকে রক্ষা পাননি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসও।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্দা গুলের ও ফ্রাঙ্কো মাস্তুনতুয়োনো মাঠে নামলে রিয়ালের আক্রমণের গতি বাড়ে। ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। চলতি মৌসুমে ফরাসি এই তারকার ১৯তম গোল। ডি বক্সে তাকেই ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল।

সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। গুলেরের কর্নার থেকে লাফিয়ে দারুণ হেডে বল জালে জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। মাস্তানতুয়োনোর কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকেও গোলরক্ষক বরাবর শট নেন তিনি।

এরপর আরও সুযোগ পেলেও ফিনিশিংয়ে ব্যর্থতা ও লেভান্তে গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি রিয়াল।

২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে রিয়াল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

মন্তব্য করুন:

Add