এমবাপ্পে-ভিনিসুসের নৈপুণ্যে মোনাকোকে গোলবন্যায় ভাসাল রিয়াল

২১ জানুয়ারি ২০২৬

এমবাপ্পে-ভিনিসুসের নৈপুণ্যে মোনাকোকে গোলবন্যায় ভাসাল রিয়াল

জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্প। গোলে দুইবার সহায়তার পাশাপাশি একবার বল জালে পাঠালেন ভিনিসুস জুনিয়র। দুই তারকার একসঙ্গে জ্বলে ওঠার দিনে চ্যাম্পিয়নস লিগে মোনাকোকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফরাসি ক্লাবটিকে - গোলে হারায় স্বাগতিকরা। রিয়ালের হয়ে বাকি গোলগুলো করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো জুড বেলিংহ্যাম, আরেকটি ছিল আত্মঘাতী। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হন ভিনিসুস।

চ্যাম্পিয়সন লিগে আগে তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছিল রিয়াল। এর মধ্যে সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল তারা।

দুর্দান্ত জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এলো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১৫।

গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর, কোপা দেল রেতে দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল। গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে জিতলেও ঘরের মাঠে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় তাদের, বিশেষ করে ভিনিসুস বেলিংহ্যামকে। তবে এদিন ভক্তদের সমর্থন পেয়েছে এই দুই ফুটবলার।

ম্যাচের পঞ্চম মিনিটে ফেদেরিকো ভালভের্দের সহায়তায় রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। পাল্টা আক্রমণে গত ম্যাচে দুয়ো শোনা ভিনিসুসের বাড়ানো বলে ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।

চলতি আসরে ১১টি গোলে গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন এমবাপ্পে।

বিরতির পর ষষ্ঠ মিনিটে ভিনিসুসের সহায়তায় ব্যবধান বাড়ান মাস্তানতুয়োনো। কিছুক্ষণ পর আবার আক্রমণে ওঠেন ভিনিসুস। বাঁ দিক থেকে তার ক্রস আটকাতে গিয়ে ৫৫তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান মোনাকোর এক ডিফেন্ডার।

৬৩তম মিনিটে দারুণ এক গোলে স্কোরশিটে নিজের নাম লেখান ভিনিসুস। মাঝমাঠ থেকে আর্দা গুলেরের বাড়ানো বল ধরে বক্সের ভেতর প্রতিপক্ষের তিনজনকে কাটিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নিজেদের ভুলে ৭২তম মিনিটে গোল হজম করে রিয়াল। ৮০তম মিনিটে ভালভের্দের বাড়ানো বল থেকে দলের শেষ গোলটি করেন বেলিংহ্যাম।

মন্তব্য করুন: