মালদ্বীপকে উড়িয়ে মেয়েদের সাফ ফুটসালের প্রথম শিরোপা বাংলাদেশের

২৫ জানুয়ারি ২০২৬

মালদ্বীপকে উড়িয়ে মেয়েদের সাফ ফুটসালের প্রথম শিরোপা বাংলাদেশের

মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

রোববার ব্যাংককে রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে সাবিনা-মাসুরারা।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পাঁচ ম্যাচে পয়েন্ট ১১।

মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর মালদ্বীপের জালে গোল উৎসবের শুরুটা করেন অধিনায়ক সাবিনা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ৬ গোলের পর দ্বিতীয়ার্ধে বাকি ৮ গোল দেয় বাংলাদেশ।

দলের জয়ে সাবিনা ৪টি, লিপি আক্তার ৩টি, কৃষ্ণা রানী সরকার ২টি গোল করেন। এছাড়া নোশিন জাহান, মাতসুশিমা সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেনুর আক্তার ও মাসুরা একটি করে গোল করেন।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল। এরপর নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় তারা।

মেয়েদের পাশাপাশি ব্যাংককে চলছে ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। তবে সেখানে ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ছেলেদের আসরের শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ।

মন্তব্য করুন: