এমবাপ্পের জোড়া গোলেও নিসের কাছে হারল পিএসজি
১৬ সেপ্টেম্বর ২০২৩

দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলেও জিততে পারল না পিএসজি। ফরাসি লিগ ওয়ানে নিসের কাছে ৩-২ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নতুন কোচ লুইস এনরিকের অধীনে প্রথম হারের মুখ দেখল পিএসজি।
ম্যচের ২১তম মিনিটে ফরোয়ার্ড টেরেম মফির গোলে নিস এগিয়ে গেলেও কিছুক্ষণ পর সমতা ফেরান এমবাপ্পে।
গেইতোঁ লাবোর্দের গোলে সফরকারীরা আবার এগিয়ে যায়। আর নাইজেরিয়ার মফি ১৮ গজ দূর থেকে দুর্দান্ত শটে নিসের তৃতীয় গোলটি করেন।
৮৭তম মিনিটে এমবাপ্পের উড়ন্ত ভলির গোল পিএসজিকে আশা দিলেও সমতায় আর ফিরতে পারেনি তারা।
দলে ফেরার পর চলতি মৌসুমের চার ম্যাচে এটি ফ্রান্স অধিনায়কের সপ্তম গোল।
এর আগে ঘরের মাঠে আগের ১৩টি ম্যাচে নিসের কাছে হারেনি পিএসজি।
চলতি মৌসুমের ৫ ম্যাচে ২ জয় ও ৩ ড্রতে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অপরাজিত নিস। অপরদিকে ২ জয়, ২ ড্র আর ১ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পিএসজি আছে তৃতীয় স্থানে।
মন্তব্য করুন: