ব্রাজিলের রিশার্লিসনের পেছনে টটনাম সতীর্থরা

১৮ সেপ্টেম্বর ২০২৩

ব্রাজিলের রিশার্লিসনের পেছনে টটনাম সতীর্থরা

ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে যোগ করা সময়ে টটনাম হটস্পারের হয়ে পাঁচ মাস পর গোলে ফিরলেন রিশার্লিসন। দীর্ঘদিন বাজে ফর্মে থাকায় ও মাঠের বাইরের ঘটনায় মানসিক সমস্যায় ভুগছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। প্রত্যাবর্তনের দিনে তার টটনাম অধিনায়ক সন হিউং-মিন জানান, ক্লাব তাকে সমর্থন করে যাবে। 

৮ সেপ্টেম্বর বলিভিয়ার সঙ্গে ব্রাজিলের ৫-১ গোলে জয় পাওয়া ম্যাচে উঠিয়ে নেয়ার পর এই ফরোয়ার্ডকে কাঁদতে দেখা যায়। ইংল্যান্ডে ফিরে গিয়ে মনোবিজ্ঞানীর দ্বারস্থ হওয়ার কথাও জানান ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

গত বছরের জুলাইয়ে এভারটন থেকে টটনামে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে পাঁচটি গোল করেন রিশার্লিসন। শনিবার শেফিল্ডের বিপক্ষে গোলটি এপ্রিলের পর লিগে তার প্রথম গোল।

সন বলেন, “এটি তার জন্য কঠিন ছিল এবং আমরা আশা করছিলাম এই ম্যাচটি তার আত্মবিশ্বাসকে সাহায্য করবে। সে পুরো খেলাটাই বদলে দিয়েছে। এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলাম।”

“আমি সম্ভবত তার চেয়ে বেশি খুশি ছিলাম। দল হিসাবে তাকে আমাদের দরকার।”

২৪ সেপ্টেম্বর এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা টটনাম।

মন্তব্য করুন: