স্ট্রেসনের ভুলে ইউভেন্তুসের হার
২৪ সেপ্টেম্বর ২০২৩

গোলরক্ষক ভয়চেখ স্ট্রেসনের একাধিক ভুলে সেরি আতে সাস্সুয়োলোর কাছে ৪-২ গোলে হেরেছে ইউভেন্তুস। এই হারে থামল মৌসুমে তাদের অপরাজিত যাত্রা।
সাস্সুয়োলোর মাঠে ম্যাচের ১২তম মিনিটে প্রথম ভুলটি করেন পোলিশ গোলরক্ষক স্ট্রেসনে। ডি-বক্সের বাইরে থেকে আহমো লরেন্তিয়ের সোজা এক শট তার গ্লাভস থেকে ছুটে জালে জড়ায়।
নয় মিনিট পরেই সাস্সুয়োলোর ডিফেন্ডারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা।
প্রথমার্ধের শেষের দিকের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচের ৭৮তম মিনিটে ফেদেরিকো কিয়েজার দুর্দান্ত এক শটে আবারও সমতায় ফেরে ইউভেন্তুস।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউভেন্তুস। মিনিট তিনেক পরেই স্ট্রেসনের অসাবধানতায় আরও একটি গোল খেয়ে বসে তুরিনের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের চতুর্থ গোলটি হজম করে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
এই হারে পাচঁ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে ইউভেন্তুস।
দিনের আরেক ম্যাচে একমাত্র গোলে ভেরোনাকে হারায় এসি মিলান। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে তারা।
মন্তব্য করুন: