এশিয়ান গেমস ফুটবলে চীনকে রুখে দিল বাংলাদেশ
২৪ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে শেষ ম্যাচে এসে পয়েন্ট পেল বাংলাদেশ। স্বাগতিক চীনের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
তিন ম্যাচ শেষে “এ” গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চীন। ভারত এবং মায়ানমার উভয়ের পয়েন্ট ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারতের অবস্থান দুইয়ে। এক পয়েন্ট নিয়ে সবার শেষে থেকে বিদায় নিল বাংলাদেশ।
এবারের আসরেরে নিজেদের প্রথম ম্যাচে মায়ানমারের বিপক্ষে ডিফেন্ডার মুরাদ হাসানের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ সময়ে সুনীল ছেত্রির পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ভারতের কাছে হেরে যায় তারা।
মন্তব্য করুন: