রামোসের জোড়া গোলে পিএসজির জয়

২৫ সেপ্টেম্বর ২০২৩

রামোসের জোড়া গোলে পিএসজির জয়

ফরাসি লিগ ওয়ানে গনসালো রামোসের জোড়া গোলে অলাম্পিক মার্শেইকে - গোলে হারিয়েছে পিএসজি। তবে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে চোট নিয়ে মাঠ ছাড়ায় শঙ্কায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে পিএসজিকে এগিয়ে নেন আশরাফ হাকিমি। ৪০তম মিনিটে হাকিমির আরও একটি জোড়ালো শট পোস্টে লেগে ফিরে আসলে তা থেকে গোল করেন কোলো মুয়ানি। উসমান দেম্বেলের ক্রস থেকে ৪৭তম মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে নিজের প্রথম গোল করে ব্যবধান - করেন রামোস। ম্যাচের শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের ৩২তম মিনিটে গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়েন এমবাপ্পে। আগামী অক্টোবর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে ফরাসি এই ফরোয়ার্ডের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ছয় ম্যাচ শেষে লিগ ওয়ানে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে পিএসজি। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রেস্তোয়া। 

মন্তব্য করুন: