ফাইনালে মেসির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে মায়ামি

২৭ সেপ্টেম্বর ২০২৩

ফাইনালে মেসির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে মায়ামি

ইউএস ওপেন কাপ ফাইনালে লিওনেল মেসি খেলতে পারবেন কি না, তা জানার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইন্টার মায়ামি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। বুধবার ফাইনালে হিউস্টন ডায়নামোর বিপক্ষে মাঠে নামবে মেসির মায়ামি।

চোটের কারণে টরন্টো এফসির বিপক্ষে লিগের ম্যাচে আর্জেটিনার তারকা ফরোয়ার্ড মাঠ ছাড়েন প্রথমার্ধের খেলা শেষ হবার আগেই। তবে কোথায় চোট তা জানানো হয়নি।

মার্তিনো বলেন, “আমরা আগামীকাল পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত লিওর জন্য অপেক্ষা করব।”

মেসিকে একাদশে নিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি মায়ামি। কাপ ফাইনাল না হলে মেসিকে খেলানোর কথা বিবেচনায় আনত না বলে জানান মায়ামি কোচ।

আর্জেন্টাইন কোচ আরও বলেন, “এটি ৯০ বা ১২০ মিনিটের বিষয়, যা আপনার এবং একটি খেতাবের মধ্যে দাঁড়িয়ে। এটা যৌক্তিক। তবে এটা অন্য কোনো ধরনের ম্যাচ হলে আমরা ঝুঁকি নিতাম না।”

এর আগে লিগ কাপ ফাইনালে পেনাল্টিতে ন্যাশভিল এসসিকে হারিয়ে ইতিমধ্যেই মায়ামিকে শিরোপা জিততে সাহায্য করেছে মেসি।

চলতি বছরের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে পাড়ি জমান মেসি। তাদের হয়ে ১২টি ম্যাচে ১১টি গোল করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। করেছেন পাঁচটি গোলে সহায়তাও।

মন্তব্য করুন: