মেসিকে ছাড়া শিরোপা জিততে পারল না মায়ামি
২৮ সেপ্টেম্বর ২০২৩

চোটের কারণে আর্জেন্টিনা তারকা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ইউএস ওপেন কাপের শিরোপা জিততে পারল না তার দল ইন্টার মায়ামি।
বুধবারের ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে ২-১ গোলে হারে প্রথমবারের মতো আসরের ফাইনাল খেলতে আসা মায়ামি।
গত সপ্তাহে পুরোনো চোটের কারণে টরেন্টো এফসির বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ থেকে উঠে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী মেসি। সোমবার অরল্যান্ডো সিটির সঙ্গে মায়ামির ড্র করা ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি।
চোটের কারণে মায়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবাও ফাইনাল খেলতে পারেননি।
দলের কোচ জেরার্দো মার্তিনোর মতে, চোট সেরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির পুরোপুরি ফিট হয়ে ওঠাই ক্লাবের প্রধান চাওয়া।
আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ মার্তিনো বলেন, “ম্যাচে খেলাটা মেসির জন্য বিচক্ষণতার কাজ হতো না। আমরা তাকে কয়েক মিনিট খেলানোর জন্যও বিবেচনা করিনি কারণ এতে ঝুঁকি নিতে হতো। লিগ শেষ হওয়ার আগে মেসি অবশ্যই খেলবে।”
আগামী ২১ অক্টোবর মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ হবে। ২৫ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত লিগের প্লে-অফের ম্যাচগুলো হবে।
এর আগে গত ২০ আগস্ট মেসির নৈপুণ্যে লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসিকে হারিয়ে ক্লাব ইতিহাসের প্রথম কোনো শিরোপার স্বাদ পায় মায়ামি।
চলতি বছরের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে ১২টি ম্যাচে ১১টি গোল করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। করেছেন পাঁচটি গোলে সহায়তাও।
মন্তব্য করুন: