ব্রাহিম এবং হোসেলুর গোলে রিয়ালের জয়

২৮ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহিম এবং হোসেলুর গোলে রিয়ালের জয়

লা লিগায় আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লাস পালমাসকে - গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

রোববার আতলেতিকোর বিপক্ষে - গোলে হেরে যাওয়া ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে পালমাসের বিপক্ষে মাঠে নামে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তি লা লিগার শীর্ষ গোলদাতা জুড বেলিংহ্যামকে বিশ্রাম দিয়ে নতুন যোগ দেওয়া ব্রাহিম দিয়াসকে মৌসুম প্রথমবারের মত একাদশে সুযোগ দেন।

ম্যাচের প্রথমার্ধে ডজনের বেশি গোলের সুযোগ হাতছাড়া করে রিয়াল। দিয়াস এবং হোসেলু কাছ থেকে গোল করতে ব্যর্থ হন। দুর্দান্ত কয়েকটি শট ঠেকিয়ে দেন পালমাস গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে ভাসকেসের বাড়ানো বল থেকে রিয়ালকে এগিয়ে নেন দিয়াস।

৫৪তম মিনিটে রদ্রিগোর ক্রস থেকে হেডে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন হোসেলু।

দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে - গোলে হারিয়েছে জিরোনা। আগের দিন মায়োর্কার সঙ্গে - গোলে ড্র করে বার্সেলোনা।

সাত ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জিরোনা। ১৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান তিনে।

মন্তব্য করুন: