দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বার্সা
২৯ নভেম্বর ২০২৩

দুই পর্তুগিজ জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের লক্ষ্যভেদে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোকে ২-১ গোলে হারিয়ে তিন মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা।
মঙ্গলবার ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটির কাছে শুরুতে পিছিয়ে পরলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় শাভি এরনান্দেসের শিষ্যরা। ফলে গত দুই মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর চলতি মৌসুমে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোল নিশ্চিত করল পাঁচবারের শিরোপাজয়ীরা।
তবে শেষ ষোলোয় ওঠার জন্য ভালোই বেগ পেতে হয়েছিল বার্সেলোনাকে। ম্যাচের প্রথমার্ধের বেশির ভাগ নিয়ন্ত্রণ ছিল পোর্তোর কাছে। কিন্তু বার্সেলোনা গোলরক্ষক ইনাকি পেনার নৈপুণ্যে বড় জালের দেখা পায়নি।
২৮তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার গালেনোর দারুণ এক শট ঠেকিয়ে দেন চোট পাওয়া মার্ক-আন্ড্রে টের স্টেগানের বদলে খেলতে নামা পেনা। দুই মিনিট পর গালেনোর আরেকটি শট আটকিয়ে দিলেও ফিরতি শটে গোল করে পোর্তোকে এগিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ড পেপে।
তবে দুই মিনিট পরেই পেদ্রির বাড়ানো বলে দারুণ এক বাঁকানো শটে সমতা ফেরান কানসেলো।
বিরতির পর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফেলিক্সের জোরালো শট ক্রসবারে লাগলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বার্সেলোনা। তবে ৫৭তম মিনিটে আর ভুল করেননি ফেলিক্স। কানসেলোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ড।
গ্রুপের অপর ম্যাচে বেলজিয়ামের ক্লাব রয়াল অ্যান্টওয়ার্পকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ক।
১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে থাকা পোর্তো ও শাখতার দোনেৎস্ক পরের রাউন্ডে স্প্যানিশ ক্লাবটির সঙ্গী হওয়ার দৌড়ে পরের ম্যাচে মুখোমুখি হবে।
অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের সঙ্গে ড্র করলেই শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে লা লিগা চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: