আর্জেন্টিনার আলভারেসের গোলে সিটির রোমঞ্চকর জয়
২৯ নভেম্বর ২০২৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগে জার্মানির দল আরবি লাইপজিগের কাছে প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের গোলে সমতায় ফেরার পর শেষ মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার দল।
‘জি’ গ্রুপের ম্যাচে সিটির মাঠে ১৩তম মিনিটে গোলরক্ষকের লম্বা পাস মধ্য মাঠে ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোল করে লাইপজিগকে এগিয়ে নেন লইস ওপেনদা। ২০ মিনিট পর আরও একটি অসাধারণ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।
ম্যাচের ৫৪তম মিনিটে গত আসরের শেষ ষোলোতে লাইপজিগকে ৭-০ ব্যবধানে হারানো ম্যাচে পাঁচ গোল করা আর্লিং হলান্দ একটি গোল শোধ করেন। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৪০ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।
৭০তম মিনিটে ভার্দিওলের পাস থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সিটিকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার ফোডেন। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ফোডেনের পাস থেকে বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় থাকা আলভারেসের পা থেকে আসে জয়সূচক গোল।
দুই দল আগেই শেষ ষোলোতে তাদের জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের নক রাউন্ডের প্লে অফ খেলা নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ।
পাঁচ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৫। ৯ পয়েন্ট নিয়ে আরবি লাইপজিগের অবস্থান দুইয়ে। তিন নম্বরে থাকা ইয়াং বয়েজের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে রেড স্টার বেলগ্রেডের অবস্থান তলানিতে।
মন্তব্য করুন: