বিতর্কিত পেনাল্টিতে চ্যাম্পিয়নস লিগে টিকে রইল পিএসজি
২৯ নভেম্বর ২০২৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের দিকেই এগুচ্ছিল ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসের ক্লাবটি।
মঙ্গলবার ঘরের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। কিন্তু ২৪তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। মিগেল আলমিরনের শট গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে নিউক্যাসলকে এগিয়ে দেন সুইডশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক।
পুরো ম্যাচে মোট ৩০ বার গোলের প্রচেষ্টা চালালেও খেলোয়াড়দের ব্যর্থতা এবং নিউক্যাসল গোলরক্ষক নিক পোপের পারদর্শিতায় গোল বঞ্চিত থাকে পিএসজি। ফলে প্রথম লেগের ম্যাচে ইংলিশ দলটির কাছে ৪-১ গোলে হারার পর আবারও হারের দ্বারপ্রান্তে চলে যায় লুইস এনরিকের শিষ্যরা।
এরপরই আসে ম্যাচের সেই বিতর্কিত মুহূর্তটি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে উসমান দেম্বেলের শট নিউক্যাসলের টিনো লিভ্রামেন্টোর বুকে লেগে কনুইতে লাগলে হ্যান্ডবলের জোরালো আবেদন করে পিএসজির খেলোয়াড়রা। বেশ লম্বা সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মনিটরে পরীক্ষা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।
এমবাপ্পের ঠাণ্ডা মাথার গোলে হার এড়ানোর পাশাপাশি নকআউট পর্বের দৌড়ে এখনও টিকে রইল ফরাসি চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে অবস্থান করছে তারা।
গ্রুপের আরেক ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ডর্টমুন্ড।
ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হাত ছাড়া করে মিলান। ষষ্ঠ মিনিটে অলিভিয়ার জিরুর পেনাল্টি আটকিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক। কিন্তু চার মিনিট পর পেনাল্টি থেকে গোলকে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন মার্কো রয়েস। তবে বিরতির আগেই সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের দুই গোল করে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ডর্টমুন্ড।
শেষ রাউন্ডে পিএসজি খেলবে ডর্টমুন্ডের বিপক্ষে। অন্য ম্যাচে এসি মিলানের মাঠে খেলবে নিউক্যাসল। ৫ পয়েন্ট করে পাওয়া দুই দলেরই জিততে হবে পরের রাউন্ডে যেতে হলে। একই সঙ্গে নজর রাখতে হবে ডর্টমুন্ড-পিএসজি ম্যাচের দিকেও।
মন্তব্য করুন: