দুই আত্মঘাতী গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো

২৯ নভেম্বর ২০২৩

দুই আত্মঘাতী গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো

চ্যাম্পিয়নস লিগে দুই আত্মঘাতী গোলে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্দকে - ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে স্পেনের আতলেতিকো মাদ্রিদ।

মঙ্গলবারগ্রুপের ম্যাচে ফেইনুর্দের মাঠে ১৪তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আতলেতিকো। ৫৭তম মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার পাবলো বাররিওসের ক্রস থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মারিও এরমোসো। নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে কর্নার থেকে হেডে একটি গোল শোধ করেন মাতস উয়েফার।

৮১তম মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনার ফ্রিকিকে বল ফেইনুর্দের সান্তিয়াগো হিমেনেসের মাথায় লেগে জালে জড়ালে - গোলের জয় পায় দিয়েগো সিমিওনের দল।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে - গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে ইতালির ক্লাব লাৎসিও।

পাঁচ ম্যাচ শেষে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১১। ১০ পয়েন্ট নিয়ে লাৎসিওর অবস্থান দুইয়ে। তিন নম্বরে থাকা ফেইনুর্দের পয়েন্ট ৬। তলানিতে থাকা সেল্টিকের পয়েন্ট ১।

মন্তব্য করুন: