ব্রাজিলের কোচ হওয়া নিয়ে প্রশ্নে বিরক্ত আনচেলত্তির
২৯ নভেম্বর ২০২৩

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে লড়াই জমে উঠেছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের (সিবিএফ) মধ্যে। তবে মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে নারাজ বর্তমান রিয়াল কোচ।
বাংলাদেশ সময় বুধবার চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে মাঠে নামবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল। তার আগের দিন সংবাদ সম্মেলনেও উঠে আসে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি। এক সাংবাদিক এই ইতালিয়ানকে এ ব্যাপারে প্রশ্ন করলে বেশ বিরক্ত হয়েই তিনি বলেন, “আমি আপনাকে অন্য প্রশ্ন করার আরেকটি সুযোগ দেব।”
আরেক প্রশ্নে রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি আবার বলছি আমি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলব না।”
চলতি ইউরোপিয়ান মৌসুম শেষেই রিয়ালের হয়ে দ্বিতীয় মেয়াদে কোচের চুক্তি শেষ হবে আনচেলত্তির। আর এই খবরে তাকে ব্রাজিলের কোচ হিসেবে বাগিয়ে নিতে বেশ আশাবাদী ব্রাজিল ফুটবলের সভাপতি এদনালদো রদ্রিগেস।
গত মার্চে রদ্রিগেস সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান আনচেলত্তিকে কোচ হিসেবে চুক্তিবদ্ধ করতে না পারাটা বোকামি হবে। গত জুলাইয়ে ফের্নান্দো দিনিসকে অন্তরবর্তীকালীন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানেও তিনি সবাইকে মনে করিয়ে দিয়ে বলেন, “তিনি (আনচেলোত্তি) এখানে আসবেন। আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।”
এরপর থেকেই আনচেলত্তির ব্রাজিলের পরবর্তী কোচ হতে যাওয়া নিয়ে গুঞ্জন চলতে থাকে।
তবে এ বিষয়ে সবসময়ই কথা বলা থেকে বিরত থাকা আনচেলত্তি বলেন, “আমি এসব (আমার ভবিষ্যৎ) নিয়ে ভাবি না। আমি গর্বিত যে ব্রাজিল জাতীয় দল আমার ব্যাপারে কথা বলছে। তবে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আমার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলব না।”
আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ১০টি শিরোপা জিতেছে রিয়াল। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি, যার একটি জেতেন ২০২১-২২ মৌসুমে। বিশ্বের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জেতা ৬৪ বছর বয়সী এই কোচকে ধরে রাখতে সব প্রচেষ্টাই চালাবে মাদ্রিদের দলটি।
ক্লাবের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস কোচ আনচেলত্তিকে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নতুন একটি প্রস্তাব দেবেন। অন্যদিকে, ব্রাজিল ফুটবলের এক পরিচালক রয়টার্সকে জানায়, আগামী বছর যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগেই আনচেলত্তিকে দলের কোচ হিসেবে পেতে তারা আশাবাদী।
সিবিএফের প্রত্যাশা, আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তারা আনুষ্ঠানিকভাবে আনচেলত্তির সঙ্গে চুক্তি করবেন।
আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পেতে সিবিএফ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “সভাপতি কখনোই ফের্নান্দো দিনিসকে (ব্রাজিল কোচ) এক বছরের অন্তরবর্তীকালীন দায়িত্ব দিতেন না যদি না এই ব্যাপারে তার বড় কোনো পরিকল্পনা না থাকত।”
“শেষ সংবাদ মাধ্যমে কথা বলার পর সভাপতির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমাদের পরিকল্পনা হলো কার্লো আনচেলত্তিকে নিয়ে। আর এই বিষয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী।”
আনচেলত্তি চুক্তি নবায়ন না করলে রিয়ালের দায়িত্ব নিতে পারেন দলটির সাবেক মিডফিল্ডার এবং জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ শাবি আলোনসো।
মন্তব্য করুন: