টানা তিন ম্যাচে হারলেও টুখেলের ওপরেই বায়ার্নের আস্থা
১৯ ফেব্রুয়ারি ২০২৪
জার্মান বুন্ডেসলিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে হেরে এক প্রকার বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ। দলের এমন বাজে পারফরম্যান্সে কোচ টমাস টুখেলের চাকুরি থাকবে কি না এ নিয়েও শঙ্কা জেগেছিল বেশ। তবে আপাতত জার্মান এই কোচকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী।
গত সপ্তাহে লিগ শিরোপা ধরে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার লেভারকুজেনের কাছে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন। এরপর চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ইতালিয়ান ক্লাব লাৎসিওর কাছে হেরে তারা আরেকটি ধাক্কা খায়। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেতে হয়েছে রোববার রাতে।
বুন্ডেসলিগায় ম্যাচের শুরুতে টুখেলের দল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা বোখুমের কাছে তাদের হার ৩-২ গোলে। ফলে শিরোপা ধরে রাখার দৌড় থেকে প্রায় ছিটকে গেছে তারা। ২২ ম্যাচ শেষে তালিকার শীর্ষে থাকা লেভারকুজেনের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এখন ৮ পয়েন্ট পেছনে।
গত মৌসুমের মার্চ পর্যন্ত মাত্র তিন ম্যাচে হারলেও তৎকালীন কোচ জুলিয়ান নাগেলসমানকে ছাঁটাই করেছিল বায়ার্ন। তাই স্বভাবতই পরপর তিন ম্যাচে হারা টুখেলের ভাগ্যে কি আছে তা জানতে মুখিয়ে ছিল অনেকেই। তবে বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেজেন নিজেই জানিয়ে দেন এখনও বায়ার্ন ডাগআউটেই থাকছেন টুখেল।
“অবশ্যই (টুখেলই থাকছেন)। এমনিতে কোচকে প্রবল সমর্থন জুগিয়ে বিবৃতি দেওয়ার রীতির খুব ভক্ত নই আমি। এসব সাধারণত এক সপ্তাহের মধ্যেই বদলে যায়। তবে এই মুহূর্তে এটি (কোচের ভবিষ্যৎ) নিয়ে আমরা ভাবছি না। পরের ম্যাচগুলিতে মনোযোগ দিতে হবে আমাদের।”
বোখুমের বিপক্ষে ম্যাচে ১৪তম মিনিটে বায়ার্ন এগিয়ে যাওয়ার মিনিট পাঁচেক পর দর্শকদের হট্টগোলে প্রায় ১৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। মূলত বুন্ডেসলিগার টিভি স্বত্বে বিদেশি বিনিয়োগের পরিকল্পনার প্রতিবাদে মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ করেন দর্শকরা। ড্রেজেনের মতে, সেই বিরতিতেই খেলোয়াড়রা মনোযোগ হারিয়ে ফেলায় তাদের ম্যাচটি হাতছাড়া হয়, “ওই বিরতিতে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। আজকের ম্যাচের মানকে হারিয়ে দিয়েছে মানসিকতা।”
মন্তব্য করুন: