৬ সেকেন্ডের গোলে নতুন বিশ্ব রেকর্ড
২৪ মার্চ ২০২৪
ফুটবল ম্যাচ শুরুর মাত্র ৬ সেকেন্ডেও গোল করা সম্ভব! স্লোভাকিয়ার বিপক্ষে এই অসম্ভব কাণ্ডটাই ঘটিয়ে দিলেন অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। ৬ সেকেন্ডে গোল করে তিনি রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন।
শনিবার স্লোভাকিয়ার মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিক-অফের পর সতীর্থের পাসে বল পান ক্রিস্টফ বমগার্টনার। সেখান থেকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের সামনে থেকে ডান পায়ের নিচু শটে বল পাঠিয়ে দেন জালে। এসব করতে তার লেগেছে মাত্র ৬ সেকেন্ড। এভাবেই হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড।
ম্যাচটিতে অস্ট্রিয়া ২-০ গোলে জয়লাভ করেছে। ২৪ বছর বয়সী মিডফিল্ডার বমগার্টনারের আগে আন্তর্জাতিক ফুটবলে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল জার্মানির লুকাস পোডলস্কির, ২০১৩ সালে প্রীতি ম্যাচে একুয়েডরের বিপক্ষে ম্যাচের ৭ সেকেন্ডে গোল করেছিলেন এই মিডফিল্ডার।















মন্তব্য করুন: